নওগাঁয় ছুরিকাঘাতে যুবক নিহত

নওগাঁ প্রতিনিধি
Thumbnail image

নওগাঁ সদর উপজেলায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভবানীপুর গ্রামের কসিমের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন হোসেন (২২) সদর উপজেলার ভবানীপুর মধ্যপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান।

ওসি বলেন, ‘মঙ্গলবার রাতে কসিমের মোড়ে ভবানীপুর গ্রামের বেশ কয়েকজন যুবক বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরই একপর্যায়ে ইমনকে কেউ একজন ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।’

ওসি আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত