নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
মেয়র পদে চার প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে বাতিল হয়েছে সাতজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র।
আজ বৃহস্পতিবার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেনের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। পরে প্রার্থীদের উপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বৈধ ও বাতিলের এ ঘোষণা দেন।
নির্বাচনে মেয়র পদে চার বৈধ প্রার্থী হলেন-আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন, জাকের পার্টির লতিফ আনোয়ার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম।
রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘চারজন মেয়র প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ১০টি সংরক্ষিত নারী আসনের ৪৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হয়েছে। তবে, সাধারণ ওয়ার্ডের সাতজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এখন শহরের ৩০টি সাধারণ ওয়ার্ডে বৈধ প্রার্থী থাকলেন ১১৭ জন।’
তিনি আরও বলেন, ‘ঋণ খেলাপি, খেলাপি ঋণের জামিনদার, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি এবং সিটি করপোরেশনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের কারণে সাতজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে আগামী তিন কার্যদিবসের মধ্যে তারা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন। আপিল কর্মকর্তা তিন দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবেন। এরপর আগামী ২ জুন বৈধ প্রার্থীদের মাঝে নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হবে।’
উল্লেখ্য, আগামী ২১ জুন ইভিএমের মাধ্যমে রাসিক নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনে ভোটার সংখ্যা তিন লাখ ৫২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৮৫ জন। আর নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৯৭২ জন। এবার নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। মোট ১৫২টি ভোটকেন্দ্রের এক হাজার ১৭৩টি কক্ষে ভোটগ্রহণ করা হবে।
মেয়র পদে চার প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে বাতিল হয়েছে সাতজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র।
আজ বৃহস্পতিবার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেনের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। পরে প্রার্থীদের উপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বৈধ ও বাতিলের এ ঘোষণা দেন।
নির্বাচনে মেয়র পদে চার বৈধ প্রার্থী হলেন-আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন, জাকের পার্টির লতিফ আনোয়ার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম।
রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘চারজন মেয়র প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ১০টি সংরক্ষিত নারী আসনের ৪৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হয়েছে। তবে, সাধারণ ওয়ার্ডের সাতজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এখন শহরের ৩০টি সাধারণ ওয়ার্ডে বৈধ প্রার্থী থাকলেন ১১৭ জন।’
তিনি আরও বলেন, ‘ঋণ খেলাপি, খেলাপি ঋণের জামিনদার, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি এবং সিটি করপোরেশনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের কারণে সাতজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে আগামী তিন কার্যদিবসের মধ্যে তারা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন। আপিল কর্মকর্তা তিন দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবেন। এরপর আগামী ২ জুন বৈধ প্রার্থীদের মাঝে নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হবে।’
উল্লেখ্য, আগামী ২১ জুন ইভিএমের মাধ্যমে রাসিক নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনে ভোটার সংখ্যা তিন লাখ ৫২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৮৫ জন। আর নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৯৭২ জন। এবার নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। মোট ১৫২টি ভোটকেন্দ্রের এক হাজার ১৭৩টি কক্ষে ভোটগ্রহণ করা হবে।
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার ২টি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
২ মিনিট আগেক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। ওই বাসার সাবেক কেয়ারটেকারই ‘তল্লাশি’ করতে জনগণকে উসকানি দিয়েছে।
১১ মিনিট আগেযশোর জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার রওনক জাহান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে...
২৩ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় গতকাল মঙ্গলবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত দুজন হলেন টঙ্গী পূর্ব থানার মরকুন মাস্টারপাড়া...
২৮ মিনিট আগে