Ajker Patrika

মাটির তৈরি শহীদ মিনারে শিশু কিশোরের শ্রদ্ধাঞ্জলি

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
মাটির তৈরি শহীদ মিনারে শিশু কিশোরের শ্রদ্ধাঞ্জলি

মাটি আর বাঁশ দিয়ে এক সপ্তাহ ধরে নিজেরাই পরিশ্রম করে গড়ে তোলে শহীদ মিনার। সোমবার সেই শহীদ মিনারে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল কোমলমতি শিশুরা। তাদের কেউ শিশু আবার কেউ শিক্ষার্থী। 

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপির রামপুর গ্রামে একটি বাড়ির সামনের জায়গায় নির্মাণ করা হয় মাটির ওই শহীদ মিনারটি। ভাষার জন্য জীবন বিসর্জন দেওয়া শহীদদের শ্রদ্ধা জানাতে গ্রামের কোমলমতি শিশুরা উদ্যোগ নিয়ে মাটি দিয়ে তৈরি করে এ শহীদ মিনার। তাতেই ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায় তারা। 

সোমবার সকাল ৮টায় নওগাঁর বদলগাছী উপজেলার মথরাপুর ইউপির রামপুর গ্রামের শিশু কিশোরের তৈরি শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, শিশুরা মাটির তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করছে। তিন খণ্ডের শহীদ মিনারটি তৈরি করা হয়েছে মাটির প্রলেপ দিয়ে। লোহার রডের মতো প্রতিটি খণ্ডের মাঝখানে বাঁশ দেওয়া হয়েছে। অর্থাৎ দেখে বিশ্বাস করার উপায় নেই ছোটদের হাতে তৈরি এটি। মাটির তৈরি হলেও এর কারুকাজ অনেক সুন্দর। সাত দিন ধরে শিশুরা তৈরি করেন এই মাটির শহীদ মিনার। 

সারিবদ্ধভাবে শহীদ মিনারে ফুল দিচ্ছে শিশুরাস্থানীয় শিশু জিসানসহ একাধিক শিশুরা জানায়, শহীদ দিবসে সবাই শহীদ মিনারে ফুল দিতে যায়। শহীদ মিনার না থাকায় শ্রদ্ধা জানাতে পারে না তারা। তাই কয়েকজন মিলে সিদ্ধান্ত নিয়ে গত সাত দিন পরিশ্রম করে মাটি ও বাঁশ এবং তাতে মাটির প্রলেপ দিয়ে এই শহীদ মিনার নির্মাণ করেছে বলে জানায় তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত