কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
অভাবের সংসারে এক মুঠো ভাত জোগাতে বৃদ্ধ বয়সেও জীবনের যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আবদুল খালেক প্রামাণিক ও তাঁর স্ত্রী রাহালা। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কুনকুনিয়া উত্তর পাড়া গ্রামের এই দম্পতিকে একটানা আট ঘণ্টা ঘানি টানতে হয়। তাঁদের মানবেতর জীবন-যাপন নিয়ে গত ২১ সেপ্টেম্বর আজকের পত্রিকার অনলাইনে 'ঘানি না টানলে সংসার চলে না বৃদ্ধ দম্পতির' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে গতকাল সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই দম্পতিকে ঘানি টানার জন্য একটি গরু উপহার দেওয়া হয়েছে।
জানা গেছে, বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন-যাপনের বিষয়টি জানতে পেরে বৃদ্ধ দম্পতির ঘানি টানা পরিদর্শন করতে যান সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী। জাহিদ হাসান সিদ্দিকী বিষয়টি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদকে জানান। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধ দম্পতির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে গরু উপহার দেওয়ার কথা বলেন।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, 'এই পত্রিকার অনলাইনে সংবাদটি পড়ে আমি খুব কষ্ট পেয়েছি। অনুভব করেছিলাম তাঁদের জন্য কিছু করা যায় কিনা। পরিদর্শন করে সংবাদের সত্যতা পেয়েছি। পরে ডিসি স্যারকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে একটি গরু কিনে দেওয়ার ঘোষণা দিতে বলেন। আব্দুল খালেকের হাতে গরুটি তুলে দিতে পরে খুব ভালো লাগছে।'
জাহিদ হাসান সিদ্দিকী আরও বলেন, 'এরপরও যদি ওই দম্পতির কোন সমস্যা হয় আমাদের জানালে সহায়তার হাত বাড়িয়ে দেব।'
গরু উপহার পেয়ে আবেগাপ্লুত আব্দুল খালেক বলেন, 'আমার আর ঘাড়ে জোয়াল বাঁইধা ঘানি টানতে হইব না। আমার পরিবারের কাউকেই আর ঘানি টাইনতে হইব না। ডিসি স্যার আমাকে গরু দিছে। অনেক খুশি হইসি। ইউএনও স্যার আমার বাড়িতে যায়া আমার কষ্ট দেখছে। পরে গরু কিনা দিসে।'
আব্দুল খালেক আরও বলেন, 'আমি সাংবাদিক আর ওই পত্রিকার জন্য দোয়া করি। তাঁরা বড় হোক।'
অভাবের সংসারে এক মুঠো ভাত জোগাতে বৃদ্ধ বয়সেও জীবনের যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আবদুল খালেক প্রামাণিক ও তাঁর স্ত্রী রাহালা। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কুনকুনিয়া উত্তর পাড়া গ্রামের এই দম্পতিকে একটানা আট ঘণ্টা ঘানি টানতে হয়। তাঁদের মানবেতর জীবন-যাপন নিয়ে গত ২১ সেপ্টেম্বর আজকের পত্রিকার অনলাইনে 'ঘানি না টানলে সংসার চলে না বৃদ্ধ দম্পতির' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে গতকাল সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই দম্পতিকে ঘানি টানার জন্য একটি গরু উপহার দেওয়া হয়েছে।
জানা গেছে, বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন-যাপনের বিষয়টি জানতে পেরে বৃদ্ধ দম্পতির ঘানি টানা পরিদর্শন করতে যান সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী। জাহিদ হাসান সিদ্দিকী বিষয়টি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদকে জানান। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধ দম্পতির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে গরু উপহার দেওয়ার কথা বলেন।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, 'এই পত্রিকার অনলাইনে সংবাদটি পড়ে আমি খুব কষ্ট পেয়েছি। অনুভব করেছিলাম তাঁদের জন্য কিছু করা যায় কিনা। পরিদর্শন করে সংবাদের সত্যতা পেয়েছি। পরে ডিসি স্যারকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে একটি গরু কিনে দেওয়ার ঘোষণা দিতে বলেন। আব্দুল খালেকের হাতে গরুটি তুলে দিতে পরে খুব ভালো লাগছে।'
জাহিদ হাসান সিদ্দিকী আরও বলেন, 'এরপরও যদি ওই দম্পতির কোন সমস্যা হয় আমাদের জানালে সহায়তার হাত বাড়িয়ে দেব।'
গরু উপহার পেয়ে আবেগাপ্লুত আব্দুল খালেক বলেন, 'আমার আর ঘাড়ে জোয়াল বাঁইধা ঘানি টানতে হইব না। আমার পরিবারের কাউকেই আর ঘানি টাইনতে হইব না। ডিসি স্যার আমাকে গরু দিছে। অনেক খুশি হইসি। ইউএনও স্যার আমার বাড়িতে যায়া আমার কষ্ট দেখছে। পরে গরু কিনা দিসে।'
আব্দুল খালেক আরও বলেন, 'আমি সাংবাদিক আর ওই পত্রিকার জন্য দোয়া করি। তাঁরা বড় হোক।'
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৬ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৬ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৬ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৬ ঘণ্টা আগে