রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঈদুল ফিতরের ছুটি চলছে। ক্যাম্পাস বন্ধ থাকা অবস্থায় তিনটি গাছ কাটা হয়েছে। গাছ তিনটিকে ‘মরা’ উল্লেখ করে দরপত্রের মাধ্যমে বিক্রি করা হলেও একটি ছিল জীবিত, তাজা গাছ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এটি অনাকাঙ্ক্ষিত ভুল। তবে এটিকে অনাকাঙ্ক্ষিত ভুল মানতে রাজি নন শিক্ষার্থীরা। তারা অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস বন্ধ দিয়ে প্রতিবছর বিভিন্ন অজুহাতে গাছ কাটে।
বিশ্ববিদ্যালয়ের গাছের দেখভাল করে কৃষি প্রকল্প অধিদপ্তর। কৃষি কর্মকর্তার এমন দায়িত্ব অবহেলার জন্য শাস্তি দাবি করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের মরা ও শুকনো গাছগুলো চিহ্নিত করেছে। তারই অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের পশ্চিম পাশে মেহগনির বাগান থেকে দুটি মেহগনি ও বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের পাশে একটি আমগাছ মরা হিসেবে চিহ্নিত করা হয়। যা টেন্ডারের মাধ্যমে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকার কাঠ ব্যবসায়ী আজিজুল ইসলামের কাছে। গতকাল মঙ্গলবার তিনি গাছগুলো কেটেছেন।
এ বিষয়ে কৃষি প্রকল্পের সহকারী রেজিস্ট্রার মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা দরপত্রের মাধ্যমে গাছ তিনটি মরা মনে করেই বিক্রি করেছি। এর মধ্যে গত শীতের আগেই একটি মেহগনিগাছের পাতা ঝরে যায়। পরে অন্যান্য গাছে পাতা গজালেও ওই গাছের পাতা পরেও গজায়নি। এ জন্য আমরা এটাকেও মৃত ধরে তিনটি গাছ বিক্রি করি। কিন্তু পরে দেখা গেল মেহগনিগাছের পাতা গজিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এটা অনাকাঙ্ক্ষিত একটি ভুল। একটি গাছ এ রকম করে পরে তাজা হবে, এমনটা আমার ২৪ বছরের চাকরি জীবনে দেখিনি।’
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনাকাঙ্ক্ষিত ভুল মানতে রাজি নয় শিক্ষার্থীরা। তারা বলছেন, ‘প্রশাসন ইচ্ছাকৃত এটি করেছে। কারণ যদি মরা গাছ হবে তবে ক্যাম্পাস বন্ধ হলে কেন কাটতে হবে? এটি আরও আগে কাটা যেত। তা ছাড়া যে কর্মকর্তার দায়িত্ব অবহেলার কারণে তাজা গাছ মরা বলে বিক্রি করা হলো। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সুতরাং এটি বুঝতে বাকি নাই প্রশাসনের ইচ্ছেতে এমনটা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর বলেন, ‘প্রতিবছর ক্যাম্পাস বন্ধ হয়ে নানা অজুহাতে গাছ কাটা হয়। এবার তারই ধারাবাহিকতায় কাটা হয়েছে। ক্যাম্পাস বন্ধ হলে কেন মরা গাছ কাটতে হবে। এর আগেও কাটা যেত। এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে প্রশাসন যতই বলুক অনিচ্ছাকৃত ভুল। কারণ যার দায়িত্ব অবহেলার কারণে একটি তাজা গাছ কাটা হয়ে গেল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’
চারুকলার শিক্ষার্থী মনুমোহন বাপ্পা বলেন, ‘প্রয়োজনে দু-একটা গাছ কাটতে পারে। কিন্তু প্রতিবার ক্যাম্পাস বন্ধ হলেই কেন কাটতে হবে? এটি ইচ্ছাকৃত ভুল। কারণ বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি, ক্যাম্পাস বন্ধ হলে কর্তৃপক্ষ গাছ কাটে। এগুলো ইনটেনশনালী।’
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, আমরা মরা গাছগুলো চিহ্নিত করতে একটা কমিটি করে ছিলাম। সেই কমিটি এই তিনটি গাছ মারা গেছে বলে চিহ্নিত করেছে। যার প্রেক্ষিত দরপত্র আহ্বান করি। কিন্তু একটি তাজা গাছ কাটার বিষয়টি জানার পর আমি কৃষি প্রকল্পের কাছে জবাব চাইলে তারা অনিচ্ছাকৃত ভুল বলে দুঃখ প্রকাশ করেন।’
উপ-উপাচার্য আরও বলেন, ‘আমরা গাছ কাটার বিষয়ে বেশ সচেতন। সম্প্রতি চারুলার ডিন ও বিভাগীয় সভাপতিরা গাছ কাটার জন্য চিঠি দিয়েছিল। কিন্তু আমি তিন-চার দিন আগে দিয়ে দেখি গাছগুলো তাজা। পরে গাছগুলো কাটিনি।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঈদুল ফিতরের ছুটি চলছে। ক্যাম্পাস বন্ধ থাকা অবস্থায় তিনটি গাছ কাটা হয়েছে। গাছ তিনটিকে ‘মরা’ উল্লেখ করে দরপত্রের মাধ্যমে বিক্রি করা হলেও একটি ছিল জীবিত, তাজা গাছ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এটি অনাকাঙ্ক্ষিত ভুল। তবে এটিকে অনাকাঙ্ক্ষিত ভুল মানতে রাজি নন শিক্ষার্থীরা। তারা অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস বন্ধ দিয়ে প্রতিবছর বিভিন্ন অজুহাতে গাছ কাটে।
বিশ্ববিদ্যালয়ের গাছের দেখভাল করে কৃষি প্রকল্প অধিদপ্তর। কৃষি কর্মকর্তার এমন দায়িত্ব অবহেলার জন্য শাস্তি দাবি করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের মরা ও শুকনো গাছগুলো চিহ্নিত করেছে। তারই অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের পশ্চিম পাশে মেহগনির বাগান থেকে দুটি মেহগনি ও বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের পাশে একটি আমগাছ মরা হিসেবে চিহ্নিত করা হয়। যা টেন্ডারের মাধ্যমে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকার কাঠ ব্যবসায়ী আজিজুল ইসলামের কাছে। গতকাল মঙ্গলবার তিনি গাছগুলো কেটেছেন।
এ বিষয়ে কৃষি প্রকল্পের সহকারী রেজিস্ট্রার মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা দরপত্রের মাধ্যমে গাছ তিনটি মরা মনে করেই বিক্রি করেছি। এর মধ্যে গত শীতের আগেই একটি মেহগনিগাছের পাতা ঝরে যায়। পরে অন্যান্য গাছে পাতা গজালেও ওই গাছের পাতা পরেও গজায়নি। এ জন্য আমরা এটাকেও মৃত ধরে তিনটি গাছ বিক্রি করি। কিন্তু পরে দেখা গেল মেহগনিগাছের পাতা গজিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এটা অনাকাঙ্ক্ষিত একটি ভুল। একটি গাছ এ রকম করে পরে তাজা হবে, এমনটা আমার ২৪ বছরের চাকরি জীবনে দেখিনি।’
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনাকাঙ্ক্ষিত ভুল মানতে রাজি নয় শিক্ষার্থীরা। তারা বলছেন, ‘প্রশাসন ইচ্ছাকৃত এটি করেছে। কারণ যদি মরা গাছ হবে তবে ক্যাম্পাস বন্ধ হলে কেন কাটতে হবে? এটি আরও আগে কাটা যেত। তা ছাড়া যে কর্মকর্তার দায়িত্ব অবহেলার কারণে তাজা গাছ মরা বলে বিক্রি করা হলো। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সুতরাং এটি বুঝতে বাকি নাই প্রশাসনের ইচ্ছেতে এমনটা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর বলেন, ‘প্রতিবছর ক্যাম্পাস বন্ধ হয়ে নানা অজুহাতে গাছ কাটা হয়। এবার তারই ধারাবাহিকতায় কাটা হয়েছে। ক্যাম্পাস বন্ধ হলে কেন মরা গাছ কাটতে হবে। এর আগেও কাটা যেত। এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে প্রশাসন যতই বলুক অনিচ্ছাকৃত ভুল। কারণ যার দায়িত্ব অবহেলার কারণে একটি তাজা গাছ কাটা হয়ে গেল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’
চারুকলার শিক্ষার্থী মনুমোহন বাপ্পা বলেন, ‘প্রয়োজনে দু-একটা গাছ কাটতে পারে। কিন্তু প্রতিবার ক্যাম্পাস বন্ধ হলেই কেন কাটতে হবে? এটি ইচ্ছাকৃত ভুল। কারণ বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি, ক্যাম্পাস বন্ধ হলে কর্তৃপক্ষ গাছ কাটে। এগুলো ইনটেনশনালী।’
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, আমরা মরা গাছগুলো চিহ্নিত করতে একটা কমিটি করে ছিলাম। সেই কমিটি এই তিনটি গাছ মারা গেছে বলে চিহ্নিত করেছে। যার প্রেক্ষিত দরপত্র আহ্বান করি। কিন্তু একটি তাজা গাছ কাটার বিষয়টি জানার পর আমি কৃষি প্রকল্পের কাছে জবাব চাইলে তারা অনিচ্ছাকৃত ভুল বলে দুঃখ প্রকাশ করেন।’
উপ-উপাচার্য আরও বলেন, ‘আমরা গাছ কাটার বিষয়ে বেশ সচেতন। সম্প্রতি চারুলার ডিন ও বিভাগীয় সভাপতিরা গাছ কাটার জন্য চিঠি দিয়েছিল। কিন্তু আমি তিন-চার দিন আগে দিয়ে দেখি গাছগুলো তাজা। পরে গাছগুলো কাটিনি।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে