Ajker Patrika

জাবি ছাত্র ইউনিয়নের ২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

রাবি প্রতিনিধি
জাবি ছাত্র ইউনিয়নের ২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

জাবি শাখা ছাত্র ইউনিয়নের দুই নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। 

মানববন্ধনে ‘অমর্ত্য-ঋদ্ধ বহিষ্কার কেন?’ ‘নীতিবহির্ভূত বহিষ্কারাদেশ বাতিল কর’ ‘বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত কর’ ‘আজ্ঞাবহ প্রশাসন চাই না’, ‘ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি বহিষ্কার কেন?’ ‘মতপ্রকাশের স্বাধীনতা চাই’ ইত্যাদি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা। 

এ সময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক  ফুয়াদ রাতুল বলেন, ‘চার বছর আগের মুজিব শতবর্ষের গ্রাফিতি মুছে ধর্ষণের প্রতিবাদে গ্রাফিতি আঁকায় আমাদের দুই ছাত্র নেতাকে বহিষ্কার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ 

নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক মেহেদী হাসান মুন্না বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয় প্রশাসন কি পরিমাণ আজ্ঞাবহ হলে তড়িৎ গতিতে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে দুজন শিক্ষার্থীকে বহিষ্কার করে। বিশ্ববিদ্যালয়ে দেয়াল লিখেন একদল লিখে অন্য দল সেটা মুছে আবার নতুন করে আঁকে এটাই বিশ্ববিদ্যালয়গুলোর রাজনৈতিক সংস্কৃতি।’ 

তিনি বলেন, ‘ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন পুরো বিশ্ববিদ্যালয়কে একটা ‘কাল্টে’ পরিণত করেছে। এবং এই ‘কাল্ট’ মতপ্রকাশের বিরুদ্ধে, যাতে কেউ কথা না বলতে পারে। কণ্ঠ রোধ করার জন্য যে ব্যবস্থা, এই রাষ্ট্র, এই বিশ্ববিদ্যালয় তা করে রেখেছে। বিশ্ববিদ্যালয়গুলোকে নরকে পরিণত করা হয়েছে। এই নরক থেকে মুক্তি পেতে আমাদের সকলকে কথা বলতে হবে।’ 

রাবিতে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মানববন্ধন। ছবি: আজকের পত্রিকাবিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি শাকিল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় এমন জায়গায় দাঁড়িয়েছে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা নাই। আছে শুধু দলীয় আনুগত্য করার স্বাধীনতা। বিশ্ববিদ্যালয়ে ক্রমাগত মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে। বৃদ্ধি পাচ্ছে দলীয় আনুগত্য করার। শিক্ষার্থীদের কণ্ঠরোধ করলে এটা বিস্ফোরণে পরিণত হবে। আমরা চাই, শিক্ষার্থীদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে শিগগিরই তাদের মুক্তির ব্যবস্থা করতে।’ 

কর্মসূচি সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র যুব গণমঞ্চ, নাগরিক ছাত্র ঐক্য ও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ। 

এর আগে গত ২০ ফেব্রুয়ারি ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের দেয়ালে ধর্ষণবিরোধী দেয়ালচিত্র আঁকায় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীকে এক বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত