আশরাফুল আলম, কাজীপুর (সিরাজগঞ্জ)
বিচার, শালিস, ক্ষুদ্র ঋণ প্রদান ও গ্রহণসহ সামাজিক সব ধরণের কার্যক্রমই এক সময় চলত গণমিলনায়তনে বসে। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরায় রয়েছে তেমন একটি গণমিলনায়তন কেন্দ্র। কিন্তু কর্তৃপক্ষের সুষ্ঠু তদারকি আর অযত্ন অবহেলায় প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে গণমিলনায়তন কেন্দ্রটি।
সম্প্রতি সরেজমিন গণমিলনায়তন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, কেন্দ্রের নির্ধারিত জায়গা দখল করে রোপণ করা হয়েছে গাছ। একাংশ দখল করে নির্মাণ করা হয়েছে মসজিদ। জীর্ণ ভবনকে ঘিরে রেখেছে লতাপাতা-আগাছা। সামনের অংশ দখল করে স্থানীয়রা চাষ করছেন সবজি। দূর থেকে বোঝার উপায় নেই এটি একটি গণমিলনায়তন কেন্দ্র। ভবনে পচন ধরে খসে পড়েছে পলেস্তারা ও ইট। স্থাপনার দরজা-জানালা, চেয়ার-টেবিলসহ সকল আসবাব পত্র লোপাট হয়ে গেছে অনেক আগেই। মানুষ ও পশুপাখি এখন সেখানে মলমূত্র ত্যাগ করে, ময়লা আবর্জনা ফেলে। নির্জন এই স্থাপনাতে নেশাখোরদের আনাগোনা বেড়েই চলেছে। উপজেলার সোনামুখী গণমিলনায়তন কেন্দ্রটিরও একই অবস্থা।
খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামের সাধারণ মানুষের গণজমায়েতের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ১৯৮০ সালে কাজীপুরে মোট সাতটি গণমিলনায়তন কেন্দ্র নির্মিত হয়। নির্মাণের পর থেকে ভালোই ব্যবহৃত হচ্ছিল কেন্দ্রগুলো। এরই মধ্যে সমাজসেবা অধিদপ্তরের কর্মপদ্ধতি পাল্টে গেলে ইউনিয়ন পর্যায়ের অফিস কাম গণমিলনায়তন কেন্দ্রগুলোর কর্মকাণ্ডও ১৯৮৫-৮৬ সাল থেকে স্থবির হয়ে পড়ে। সেই থেকে মিলনায়তনগুলো ব্যবহার না করায় স্থাপনাগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এরই মধ্যে নাটুয়ারপাড়া ও তেকানি ইউনিয়নের গণমিলনায়তন কেন্দ্র দুটি নদীগর্ভে বিলীন হয়েছে। আর নিলামে বিক্রি করা হয়েছে গান্ধাইল, শুভগাছা ও মাইজবাড়ী ইউনিয়নের গণমিলনায়তন তিনটি। বাকি আছে শুধু সোনামুখী ও চালিতাডাঙ্গা ইউনিয়নের মিলনায়তন কেন্দ্র দুটি।
স্থানীয়রা বলছেন, গণমিলনায়তন কেন্দ্রগুলোর ব্যাপারে বেশ কয়েকবার উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করা হয়েছে। কিন্তু কোন ফল আসেনি। কেন্দ্রগুলোর বেহাল অবস্থার কথা জানানোর পরও আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।
কাজীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, শুনেছি গণমিলনায়তন কেন্দ্রগুলো বেদখল হয়েছে। কিন্তু অফিসিয়ালী কোন খোঁজখবর নেয়ার প্রয়োজন হয় না। আর বেশির ভাগ কেন্দ্রই তো নদীতে বিলীন হয়েছে।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী আজকের পত্রিকাকে জানান, গণমিলনায়তন কেন্দ্রগুলোর সম্পত্তি সমাজসেবা অফিসের দায়িত্বে রয়েছে। তাঁদেরই উচিত এ বিষয়ে খোঁজ খবর নেওয়া। দুঃখজনক হলেও সত্য তারা কিছুই করছেন না।
বিচার, শালিস, ক্ষুদ্র ঋণ প্রদান ও গ্রহণসহ সামাজিক সব ধরণের কার্যক্রমই এক সময় চলত গণমিলনায়তনে বসে। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরায় রয়েছে তেমন একটি গণমিলনায়তন কেন্দ্র। কিন্তু কর্তৃপক্ষের সুষ্ঠু তদারকি আর অযত্ন অবহেলায় প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে গণমিলনায়তন কেন্দ্রটি।
সম্প্রতি সরেজমিন গণমিলনায়তন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, কেন্দ্রের নির্ধারিত জায়গা দখল করে রোপণ করা হয়েছে গাছ। একাংশ দখল করে নির্মাণ করা হয়েছে মসজিদ। জীর্ণ ভবনকে ঘিরে রেখেছে লতাপাতা-আগাছা। সামনের অংশ দখল করে স্থানীয়রা চাষ করছেন সবজি। দূর থেকে বোঝার উপায় নেই এটি একটি গণমিলনায়তন কেন্দ্র। ভবনে পচন ধরে খসে পড়েছে পলেস্তারা ও ইট। স্থাপনার দরজা-জানালা, চেয়ার-টেবিলসহ সকল আসবাব পত্র লোপাট হয়ে গেছে অনেক আগেই। মানুষ ও পশুপাখি এখন সেখানে মলমূত্র ত্যাগ করে, ময়লা আবর্জনা ফেলে। নির্জন এই স্থাপনাতে নেশাখোরদের আনাগোনা বেড়েই চলেছে। উপজেলার সোনামুখী গণমিলনায়তন কেন্দ্রটিরও একই অবস্থা।
খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামের সাধারণ মানুষের গণজমায়েতের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ১৯৮০ সালে কাজীপুরে মোট সাতটি গণমিলনায়তন কেন্দ্র নির্মিত হয়। নির্মাণের পর থেকে ভালোই ব্যবহৃত হচ্ছিল কেন্দ্রগুলো। এরই মধ্যে সমাজসেবা অধিদপ্তরের কর্মপদ্ধতি পাল্টে গেলে ইউনিয়ন পর্যায়ের অফিস কাম গণমিলনায়তন কেন্দ্রগুলোর কর্মকাণ্ডও ১৯৮৫-৮৬ সাল থেকে স্থবির হয়ে পড়ে। সেই থেকে মিলনায়তনগুলো ব্যবহার না করায় স্থাপনাগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এরই মধ্যে নাটুয়ারপাড়া ও তেকানি ইউনিয়নের গণমিলনায়তন কেন্দ্র দুটি নদীগর্ভে বিলীন হয়েছে। আর নিলামে বিক্রি করা হয়েছে গান্ধাইল, শুভগাছা ও মাইজবাড়ী ইউনিয়নের গণমিলনায়তন তিনটি। বাকি আছে শুধু সোনামুখী ও চালিতাডাঙ্গা ইউনিয়নের মিলনায়তন কেন্দ্র দুটি।
স্থানীয়রা বলছেন, গণমিলনায়তন কেন্দ্রগুলোর ব্যাপারে বেশ কয়েকবার উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করা হয়েছে। কিন্তু কোন ফল আসেনি। কেন্দ্রগুলোর বেহাল অবস্থার কথা জানানোর পরও আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।
কাজীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, শুনেছি গণমিলনায়তন কেন্দ্রগুলো বেদখল হয়েছে। কিন্তু অফিসিয়ালী কোন খোঁজখবর নেয়ার প্রয়োজন হয় না। আর বেশির ভাগ কেন্দ্রই তো নদীতে বিলীন হয়েছে।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী আজকের পত্রিকাকে জানান, গণমিলনায়তন কেন্দ্রগুলোর সম্পত্তি সমাজসেবা অফিসের দায়িত্বে রয়েছে। তাঁদেরই উচিত এ বিষয়ে খোঁজ খবর নেওয়া। দুঃখজনক হলেও সত্য তারা কিছুই করছেন না।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৬ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৬ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৬ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৭ ঘণ্টা আগে