পাবনা প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় পাবনার বিভিন্ন থানায় ১৪টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ২৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাবনা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, গত ১৬ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে বিএনপি, জামায়াত-শিবিরের নেতা কর্মীরাও রয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল থেকে রোববার সকাল) ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগের দিন ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার শহর থেকে গ্রেপ্তার করা হয় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অর্থের জোগানদাতা রাজিবুল হাসান রাজিবকে (৩৫)। তার বাড়ি পাবনা পৌর সদরের চক ছাতিয়ানী মহল্লার পাসপোর্ট অফিসের সামনে।’ তবে রাজিবের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেননি ওসি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘এখানে গণগ্রেপ্তার করা হচ্ছে না। সম্প্রতি পাবনাসহ রাজধানীতে যে নাশকতা হয়েছে তার সঙ্গে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে যাচাই বাছাই করেই গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তারদের মধ্যে বেশির ভাগই বিএনপি-জামায়াত বা শিবিরের নেতা কর্মী। অযথা কেউ যাতে হয়রানি না হয় সেদিকেও পুলিশ সজাগ আছে।’
এদিকে গ্রেপ্তার অভিযান শুরুর পর থেকে আতঙ্কে দিন কাটছে বিএনপি-জামায়াতের নেতা কর্মীদের। গ্রেপ্তার এড়াতে অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, ‘আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সেখানে বিএনপির নেতা কর্মীদের গণহারে গ্রেপ্তার শুরু করেছে পুলিশ। প্রতিদিনই গ্রেপ্তার চলছে। গ্রেপ্তার আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে অনেকে নেতা কর্মীকে।’
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় পাবনার বিভিন্ন থানায় ১৪টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ২৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাবনা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, গত ১৬ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে বিএনপি, জামায়াত-শিবিরের নেতা কর্মীরাও রয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল থেকে রোববার সকাল) ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগের দিন ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার শহর থেকে গ্রেপ্তার করা হয় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অর্থের জোগানদাতা রাজিবুল হাসান রাজিবকে (৩৫)। তার বাড়ি পাবনা পৌর সদরের চক ছাতিয়ানী মহল্লার পাসপোর্ট অফিসের সামনে।’ তবে রাজিবের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেননি ওসি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘এখানে গণগ্রেপ্তার করা হচ্ছে না। সম্প্রতি পাবনাসহ রাজধানীতে যে নাশকতা হয়েছে তার সঙ্গে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে যাচাই বাছাই করেই গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তারদের মধ্যে বেশির ভাগই বিএনপি-জামায়াত বা শিবিরের নেতা কর্মী। অযথা কেউ যাতে হয়রানি না হয় সেদিকেও পুলিশ সজাগ আছে।’
এদিকে গ্রেপ্তার অভিযান শুরুর পর থেকে আতঙ্কে দিন কাটছে বিএনপি-জামায়াতের নেতা কর্মীদের। গ্রেপ্তার এড়াতে অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, ‘আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সেখানে বিএনপির নেতা কর্মীদের গণহারে গ্রেপ্তার শুরু করেছে পুলিশ। প্রতিদিনই গ্রেপ্তার চলছে। গ্রেপ্তার আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে অনেকে নেতা কর্মীকে।’
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট এবং মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ছয় ঘণ্টা ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্বের কারণে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যাওয়ায় গতকাল মঙ্গলবার রাতে কাজিরহাট রুটে দুটি ও পাটুরিয়ায় তিনটি ফেরি মাঝ নদীতে আটকে পড়ে...
৩২ মিনিট আগেফরিদপুরের মধুখালীতে মাদক ও জুয়ার আসরে অভিযানকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন সদস্যকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে দুপাশে ঘন গজারি বন। গাছপালা কেটে বনভূমি উজাড় ও জবরদখল করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের সংশ্লিষ্টদের তোয়াক্কা না করে রাস্তা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন এক প্রভাবশালী। উপজেলা প্রশাসন এই কাজ দ্রুত বন্ধের কথা জানালেও দৃশ্যমান কোনো পদক্ষেপ এখনো চোখে পড়েনি। এ
৯ ঘণ্টা আগেঢাকা মেডিকেল কলেজে (ঢামেকে) ডাক্তারি পড়ার সুযোগ পেয়েও দুশ্চিন্তায় দিন কাটাতে হচ্ছে কোটচাঁদপুরের সামাউল ইসলাম ও তাঁর পরিবারের। অর্থনৈতিক সংকটের কারণে তাঁর মেডিকেলে ভর্তি হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।
৯ ঘণ্টা আগে