Ajker Patrika

যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১১: ৪২
যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মানবতাবিরোধী যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নাজমুল হুদাকে (৭২) বগুড়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার সন্ধ্যায় র‍্যাব-২ ও র‍্যাব-১২ যৌথ অভিযান চালিয়ে বগুড়া সদরের মালগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে।

নাজমুল হুদা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরামের বাসিন্দা।

জানা গেছে, ২০১৭ সালের ২২ নভেম্বর নাজমুল হুদাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে ২০১৪ সালের ২৪ অক্টোবর তিনিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী রাজাকার বাহিনীর সদস্য হিসেবে অপহরণ, খুন, নারী ধর্ষণ ও অন্যান্য মানবতাবিরোধী কাজে সরাসরি সম্পৃক্ত ছিলেন।

নাজমুল হুদা যুদ্ধকালীন জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য ছিলেন। মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। রংপুর ও দিনাজপুর জেলায় তিনি দীর্ঘদিন পালিয়ে থাকার পর কিছুদিন আগে বগুড়ায় আসেন।

র‍্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা জানতে পারেন বগুড়া শহরের খান্দার এলাকায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করে আছেন তিনি। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২ ও ২-এর যৌথ একটি টিমের অভিযানে তাঁকে আটক করা হয়। নাজমুল হুদাকে রাতেই ঢাকায় পাঠানো হয়। আজ মঙ্গলবার তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত