Ajker Patrika

কঠোর হস্তে রমজান মাসে বাজার মনিটরিং হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
কঠোর হস্তে রমজান মাসে বাজার মনিটরিং হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আমরা গরিব মানুষদের কখনোই বিপদে ফেলতে চাই না। পণ্য মজুত রাখার বিষয়ে আইন রয়েছে। যদি কোনো ব্যবসায়ী নির্দিষ্ট পরিমাণের বেশি পণ্য মজুত রাখে, তাহলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

আজ রোববার দুপুরে বাঘা উপজেলা চত্বরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্যের শুভ উদ্বোধনের পূর্ব আলোচনায় তিনি এ কথা বলেন। 
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের জীবদ্দশায় দেখে আসছি, প্রতি বছর কোনো-না কোনো এক সময় ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়। আর এ জন্য প্রধানমন্ত্রী এবার পবিত্র রমজান মাসে দেশব্যাপী নির্দিষ্ট ডিলারদের মাধ্যমে অতি স্বল্প মূল্যে দুই কেজি করে ডাল, চিনি, ও সয়াবিন বিক্রয় করবেন। রমজান মাসে কতিপয় ব্যবসায়ী পণ্য মজুত করার কারণে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পায়। কিন্তু এবার সে সুযোগ নেই। এবার রমজানের পূর্বে সরকার এক কোটি গরিব দুঃখী পরিবারের মাঝে দুই দফা করে (টিসিবি) পণ্য সরবরাহ করবে। তার পাশাপাশি রমজান মাসে বাজার বাজার মনিটরিং হবে। 

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বাঘা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নব নির্মিত দ্বিতীয়তলা ভবনের উদ্বোধন করেন এবং বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমল মতি শিশুদের মুখে ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ উপলক্ষে কৃমিনাশক ট্যাবলেট ও পানি তুলে দিয়ে এর শুভ উদ্বোধন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বসে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে এলাকার উন্নয়ন অগ্রগতি নিয়ে মত বিনিময় করেন। 

পৃথক এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী রোকনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহম্মেদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য রোকনুজ্জামান রিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন ও সিরাজুল ইসলাম মুন্টুসহ উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তগণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত