প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)
নাটোরের বাগাতিপাড়ার তমালতলা মহিলা কলেজের শিক্ষার্থী তিথি খাতুনকে উপবৃত্তির টাকা দেওয়ার কথা বলে সুকৌশলে ১৭ হাজার ৫০০ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এরপর এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা লিপি বেগম বুধবার বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
তিথি খাতুনের মামা রুহুল আমিন বলেন, কিছুদিন আগে অপরিচিত নম্বর থেকে ওই প্রতারক চক্রের কল আসে। শিক্ষাবোর্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে শিক্ষার্থীর নাম, তাঁর বাবা ও মায়ের নাম এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বলে বিশ্বাস অর্জন করেন। তারপর ভুল বসত তাঁর অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা কম গিয়েছে বলে জানান। এখন বাকি ১০ হাজার ২০০ টাকা পেতে বিকাশ অ্যাকাউন্ট পরিবর্তনের কথা বলেন। ওই চক্রের নির্দেশনা মত কাজ করলে টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।
ভুক্তভোগী ও বিকাশ এজেন্টের কয়েকটি দোকান সূত্রে জানা গেছে, উপজেলায় শুধু তিথি খাতুন নয়, প্রতারক চক্রটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কৌশলে হাতিয়ে নিচ্ছেন। প্রতারক চক্রটি এলাকার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের শিকার হিসেবে বেছে নিয়ে এই প্রতারণা চালিয়ে যাচ্ছে। উপবৃত্তির টাকা আসার পর প্রতারক চক্রের কল আসে। কথার মার-প্যাঁচে কৌশলে গ্রামের সহজ-সরল শিক্ষার্থীদের পিন নম্বর সংগ্রহ করে হাতিয়ে নেয় বিকাশ অ্যাকাউন্টের সব টাকা।
তমালতলা মহিলা কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ জানান, বিকাশে জমা হওয়ার পর তার কলেজের উপবৃত্তি প্রাপ্ত চারজন শিক্ষার্থী প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন বলে তিনি জানতে পেরেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী বলেন, প্রতারণার শিকার কয়েকজন শিক্ষার্থীর তথ্য ইতিমধ্যেই ঊর্ধ্বতন বরাবর পাঠিয়েছেন। তবে কোনো শিক্ষার্থী যাতে প্রতারক চক্রের ফাঁদে পা না দেয় সে ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জানানো হচ্ছে।
এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এব্যপারে একজন ছাত্রীর অভিভাবক অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও প্রিয়াঙ্কা দেবী পাল জানান, এ বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি। তবে পিন নম্বর আদান-প্রদানে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
নাটোরের বাগাতিপাড়ার তমালতলা মহিলা কলেজের শিক্ষার্থী তিথি খাতুনকে উপবৃত্তির টাকা দেওয়ার কথা বলে সুকৌশলে ১৭ হাজার ৫০০ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এরপর এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা লিপি বেগম বুধবার বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
তিথি খাতুনের মামা রুহুল আমিন বলেন, কিছুদিন আগে অপরিচিত নম্বর থেকে ওই প্রতারক চক্রের কল আসে। শিক্ষাবোর্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে শিক্ষার্থীর নাম, তাঁর বাবা ও মায়ের নাম এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বলে বিশ্বাস অর্জন করেন। তারপর ভুল বসত তাঁর অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা কম গিয়েছে বলে জানান। এখন বাকি ১০ হাজার ২০০ টাকা পেতে বিকাশ অ্যাকাউন্ট পরিবর্তনের কথা বলেন। ওই চক্রের নির্দেশনা মত কাজ করলে টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।
ভুক্তভোগী ও বিকাশ এজেন্টের কয়েকটি দোকান সূত্রে জানা গেছে, উপজেলায় শুধু তিথি খাতুন নয়, প্রতারক চক্রটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কৌশলে হাতিয়ে নিচ্ছেন। প্রতারক চক্রটি এলাকার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের শিকার হিসেবে বেছে নিয়ে এই প্রতারণা চালিয়ে যাচ্ছে। উপবৃত্তির টাকা আসার পর প্রতারক চক্রের কল আসে। কথার মার-প্যাঁচে কৌশলে গ্রামের সহজ-সরল শিক্ষার্থীদের পিন নম্বর সংগ্রহ করে হাতিয়ে নেয় বিকাশ অ্যাকাউন্টের সব টাকা।
তমালতলা মহিলা কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ জানান, বিকাশে জমা হওয়ার পর তার কলেজের উপবৃত্তি প্রাপ্ত চারজন শিক্ষার্থী প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন বলে তিনি জানতে পেরেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী বলেন, প্রতারণার শিকার কয়েকজন শিক্ষার্থীর তথ্য ইতিমধ্যেই ঊর্ধ্বতন বরাবর পাঠিয়েছেন। তবে কোনো শিক্ষার্থী যাতে প্রতারক চক্রের ফাঁদে পা না দেয় সে ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জানানো হচ্ছে।
এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এব্যপারে একজন ছাত্রীর অভিভাবক অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও প্রিয়াঙ্কা দেবী পাল জানান, এ বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি। তবে পিন নম্বর আদান-প্রদানে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, দেশ সংস্কার করতে হলে আগে নিজেকে সংস্কার করতে হবে। রোববার দুপুর সাড়ে ১২টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতায় তিনি এ কথা ব
১ মিনিট আগেপ্রকাশ্যে হাতুড়িপেটা করে দুই পা ভেঙে দেওয়ার প্রতিশোধ, হাটবাজারের ইজারা দখল ও বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব—মূলত এই তিন কারণে মাদারীপুর সদরের খোয়াজপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। হামলাকালে তিনজন স্থানীয় মসজিদে আশ্রয় নিয়েও প্রাণ রক্ষা করতে পারেননি। তাঁদের কুপ
৯ মিনিট আগেচাঁদপুর জেলার ৮ উপজেলায় ৯১ ইটভাটার মধ্যে ৪১ ভাটাই অবৈধ। আর এসব অবৈধ ইটভাটা বন্ধে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান। একই দিন ফরিদগঞ্জ উপজেলার তিনটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
১৪ মিনিট আগেসাভারে এক নারী কনস্টেবল মারধরের শিকার হয়েছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির এক নেতার গাড়িচালক তাঁকে মারধর করেছেন। আজ রোববার সাভার পৌর এলাকার থানা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে