Ajker Patrika

এক টাকায় চিকিৎসা

রিমন রহমান, রাজশাহী
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৬: ৪০
এক টাকায় চিকিৎসা

রাজশাহী নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মীর মোজাম্মেল আলী। তাঁর স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে মানুষের সেবা করার। সেই স্বপ্ন পূরণ হয়নি। তাই তিন মেয়েকে পড়িয়েছেন এমবিবিএস। তাঁরই ইচ্ছায় মাত্র এক টাকায় রাজশাহীতে রোগীদের সেবা দেওয়া শুরু করেছেন তাঁর এক মেয়ে সুমাইয়া বিনতে মোজাম্মেল। এতে খুশি মোজাম্মেল আলী। বাবার স্বপ্ন পূরণ করতে পেরে খুশি মেয়েও।

শহরের প্রাণকেন্দ্র সাহেববাজারে মোজাম্মেল আলীর বাড়ি। বাড়ির নিচতলায় ‘শিবগঞ্জ সুইটস’ নামের মিষ্টির দোকান তাঁদের পারিবারিক ব্যবসা। এর পাশেই একটি দোকানে মেয়েকে চেম্বার করে দিয়েছেন। গত রোববার থেকে সুমাইয়া রোগীদের সেবা দেওয়া শুরু করেছেন। সেদিনই মোজাম্মেল আলী পোস্টার ছাপিয়ে চেম্বারের সামনে সাঁটিয়ে দেন। এতে লেখা, ‘মাত্র এক টাকা ভিজিটে রোগী দেখা হয়।’

বিষয়টি জানান দিতে ডা. সুমাইয়া এই পোস্টারের একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন। লেখেন ‘আব্বুর জনসেবার ছোট্ট একটা ইচ্ছা পূরণের চেষ্টা।’ এরপর মুহূর্তেই এই পোস্ট ভাইরাল হয়। প্রশংসায় ভাসতে থাকেন বাবা-মেয়ে। এতে সেবা দিতে আরও উৎসাহ পান সুমাইয়া।

সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত রোগী দেখছেন সুমাইয়া। গতকাল সোমবার সকালে দেখা গেছে, খুব আন্তরিকতায় রোগীদের সমস্যার কথা সময় নিয়ে শুনে ব্যবস্থাপত্র লিখে দিচ্ছিলেন সুমাইয়া। তাঁর টেবিলের ওপর একটি মাটির ব্যাংক রাখা। যাঁরা সেবা নিতে আসছিলেন, তাঁরা ওই ব্যাংকে ঢুকিয়ে দিচ্ছিলেন এক টাকার একটি কয়েন। সেবা নিয়ে হাসিমুখে ফিরে যাচ্ছিলেন রোগীরা। সুমাইয়া একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত। রোগী দেখার সময় মাটির ব্যাংকে এক টাকা করে যা জমা হবে তা ব্যয় করা হবে ওই সংগঠনের জনসেবামূলক কাজেই।

জানতে চাইলে সুমাইয়া বলেন, ‘আমার বাবা তাঁর চার ছেলেমেয়েকেই ডাক্তার বানাতে চেয়েছিলেন। উদ্দেশ্য একটাই—জনসেবা। আজ আমি এই সেবা দিতে পারছি। তাঁর স্বপ্ন পূরণ করতে পেরে নিজেকে মেয়ে হিসেবে সার্থক মনে হচ্ছে।’

সুমাইয়ার দুই বোনও চিকিৎসক। তাঁরাও এই চেম্বারে বসবেন। এক টাকায় সেবা দেবেন। সুমাইয়ার বাবা মীর মোজাম্মেল আলী বলেন, ‘আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম ডাক্তার হব, মানুষের সেবা করব। ছেলেমেয়েদের দিয়ে সেই স্বপ্ন পূরণ করছি। তাদের বলেছি, তারা যেন মানুষের সেবা করে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত