শেরপুর (বগুড়া) প্রতিনিধি
ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি প্রতিরোধে বগুড়ার শেরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা হয় ৫ হাজার ৬৭৬ লিটার মজুত সয়াবিন তেল। গতকাল মঙ্গলবার পৌর শহরের কর্মকারপাড়ায় বাজার এলাকার দুই ভাই ট্রেডার্সের গুদাম থেকে এই তেল উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উদ্ধারকৃত তেলগুলো বোতলের গায়ের দামে বিক্রি করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমীন।
জানা যায়, মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত পৌর শহরের কর্মকারপাড়ায় বাজার মনিটরিংয়ে বের হন। এ সময় দুই ভাই ট্রেডার্সের গুদামে ৫ হাজার ৬৭৬ লিটার সয়াবিন তেলের সন্ধান মেলে। কিছুদিন আগে মজুত করার উদ্দেশ্যে তেলগুলো কেনা হয়। বোতলের গায়ে পূর্বের দাম লেখা থাকায় তেলগুলো জব্দ করা হয় এবং পূর্বের বাজারদরে বিক্রির নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী আজ দুপুরে এসব তেল উপজেলা পরিষদ চত্বরে আনা হয়। এ সময় স্থানীয় জনগণ পূর্বের ১৬০ টাকা লিটার দরে তা ক্রয় করেন।
শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমীন বলেন, ‘আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।’
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম বলেন, ‘যেহেতু তেলগুলো জব্দ করে পূর্বের দামে বিক্রি করা হচ্ছে, তাই বাজেয়াপ্ত বা জরিমানা করা হয়নি। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে জনগণ ন্যায্য দামে তেল কিনতে পারছেন। মজুতদারি প্রতিরোধে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।’
ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি প্রতিরোধে বগুড়ার শেরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা হয় ৫ হাজার ৬৭৬ লিটার মজুত সয়াবিন তেল। গতকাল মঙ্গলবার পৌর শহরের কর্মকারপাড়ায় বাজার এলাকার দুই ভাই ট্রেডার্সের গুদাম থেকে এই তেল উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উদ্ধারকৃত তেলগুলো বোতলের গায়ের দামে বিক্রি করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমীন।
জানা যায়, মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত পৌর শহরের কর্মকারপাড়ায় বাজার মনিটরিংয়ে বের হন। এ সময় দুই ভাই ট্রেডার্সের গুদামে ৫ হাজার ৬৭৬ লিটার সয়াবিন তেলের সন্ধান মেলে। কিছুদিন আগে মজুত করার উদ্দেশ্যে তেলগুলো কেনা হয়। বোতলের গায়ে পূর্বের দাম লেখা থাকায় তেলগুলো জব্দ করা হয় এবং পূর্বের বাজারদরে বিক্রির নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী আজ দুপুরে এসব তেল উপজেলা পরিষদ চত্বরে আনা হয়। এ সময় স্থানীয় জনগণ পূর্বের ১৬০ টাকা লিটার দরে তা ক্রয় করেন।
শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমীন বলেন, ‘আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।’
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম বলেন, ‘যেহেতু তেলগুলো জব্দ করে পূর্বের দামে বিক্রি করা হচ্ছে, তাই বাজেয়াপ্ত বা জরিমানা করা হয়নি। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে জনগণ ন্যায্য দামে তেল কিনতে পারছেন। মজুতদারি প্রতিরোধে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।’
সিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
৪ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
৬ মিনিট আগেব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
২৬ মিনিট আগেঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
৩৭ মিনিট আগে