আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে বাড়ির পাশের এক বিঘা জমিতে কমলার বাগান করেছেন দম্পতি ইমরান-সুমিয়া। স্বামী-স্ত্রী দুজনে মিলেই কমলার বাগানের পরিচর্যা করেন। দু’বছর আগে লাগানো বারি-২ জাতের ১৩০টি কমলার গাছে এবার প্রথম ফল ধরেছে। আগামী ডিসেম্বর মাসে কমলা বিক্রির আশা করছেন তাঁরা।
সরেজমিনে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভিকনী গ্রামের ওই কমলার বাগানে গিয়ে দেখা গেছে, ওই বাগানের গাছগুলোর ডালে-ডালে ঝুলছে কমলা। কমলার গাছ পরিচর্যা করছিলেন ইমরান হোসেন ও তাঁর স্ত্রী সুমিয়া আখতার। গাছে ঝুলে থাকা কমলার খোসায় সূর্যের আভার মতো রং আসতে শুরু করেছে। এটি উপজেলার প্রথম কামলার বাগান বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। তাই প্রতিদিন আশপাশের এলাকা থেকে লোকজন বাগান দেখতে আসেন।
এ বিষয়ে ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঢাকার সাভারে ইলেকট্রনিকস দোকানের ব্যবসা করতাম। সেখানে আমার ব্যবসা মন্দা যাচ্ছিল। তাই ২০২০ সালে ব্যবসা গুটিয়ে নিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসি। পরে জমিজমা চাষাবাদের পরিকল্পনা করি। তাই ধান, গম ও আলু বাদে কী চাষ করা যায় তা নিয়ে ভাবছিলাম। হঠাৎ করেই একদিন অনলাইনের কৃষি বিষয়ক একটি সাইটে ঢুকে কমলা বাগানের বিষয়টি দেখতে পাই। পরে ওই সাইট থেকে কমলা বাগান করা নিয়ে ধারণা নিয়েছিলাম। একই বছরই কয়েকটি কমলার গাছ কিনে রোপণ করি। শুরুতে কমলার গাছের চারা কিনে নার্সারি মালিকের প্রতারণার শিকার হই। কারণ প্রথমের গাছগুলো ভালো ছিল না। তাই কিছুদিন পর গাছগুলো মরে যায়। এভাবে দেড় লাখ টাকার মতো লোকসান গুনলেও কমলা বাগান করার হাল ছাড়িনি।’
ইমরান হোসেন আরও বলেন, ‘লোকসানের পর একজন পরিচিত কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি বারি-২ কমলার গাছের চারার রোপণের পরামর্শ দেন। তাঁর দেওয়া পরামর্শ অনুযায়ী বারি-২ জাতের ১৩০টি কমলার চারা রোপণ করেছিলাম। প্রতিটি চারার দাম ৬০০ টাকা করে দাম পড়েছিল। আমরা স্বামী-স্ত্রী মিলে গত দু’বছর ধরে কমলা বাগানের পরিচর্যা করেছি। এবারই প্রথম কমলা ধরেছে। প্রতিটি কমলার গাছে গড়ে ২৫-৩০ কেজি কামলা রয়েছে। আগামী ডিসেম্বর মাসে কমলাগুলো পরিপক্ব হবে।’
কৃষি বিভাগের লোকজন নিয়মিত বাগানে এসে পরামর্শ দিচ্ছেন। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম হাবিবুল হাসান, কৃষি কর্মকর্তা ইমরান হোসেন কমলার বাগান পরিদর্শন করেছেন। এ ছাড়া প্রতিদিনই লোকজন কমলার বাগান দেখতে আসছেন বলেও জানিয়েছেন ইমরান হোসেন।
ইমরান হোসেনের স্ত্রী সুমিয়া আখতার বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী নিজেরাই কমলা বাগানের পরিচর্যা করছি। প্রতিটি গাছকে সন্তানের মতো করে ভালোবেসে বেড়ে তুলেছি। রোপণের দু’বছর পর এবার গাছে কমলা ধরেছে। গাছে-গাছে ঝুলে থাকা কমলা দেখে খুব ভালো লাগে। তখন এতদিনের কষ্টের কথা ভুলে যাই।’
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ভিকনী গ্রামের ইমরান হোসেন ব্যবসা ছেড়ে দিয়ে নিজ বাড়িতে এসে কমলার বাগান করেছেন। এবারই প্রথম তাঁর বাগানে কমলা ধরেছে। কমলাগুলো কিছুদিনের মধ্যে পরিপক্ব হবে। এটি উপজেলার প্রথম কমলার বাগান।
জয়পুরহাটের আক্কেলপুরে বাড়ির পাশের এক বিঘা জমিতে কমলার বাগান করেছেন দম্পতি ইমরান-সুমিয়া। স্বামী-স্ত্রী দুজনে মিলেই কমলার বাগানের পরিচর্যা করেন। দু’বছর আগে লাগানো বারি-২ জাতের ১৩০টি কমলার গাছে এবার প্রথম ফল ধরেছে। আগামী ডিসেম্বর মাসে কমলা বিক্রির আশা করছেন তাঁরা।
সরেজমিনে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভিকনী গ্রামের ওই কমলার বাগানে গিয়ে দেখা গেছে, ওই বাগানের গাছগুলোর ডালে-ডালে ঝুলছে কমলা। কমলার গাছ পরিচর্যা করছিলেন ইমরান হোসেন ও তাঁর স্ত্রী সুমিয়া আখতার। গাছে ঝুলে থাকা কমলার খোসায় সূর্যের আভার মতো রং আসতে শুরু করেছে। এটি উপজেলার প্রথম কামলার বাগান বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। তাই প্রতিদিন আশপাশের এলাকা থেকে লোকজন বাগান দেখতে আসেন।
এ বিষয়ে ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঢাকার সাভারে ইলেকট্রনিকস দোকানের ব্যবসা করতাম। সেখানে আমার ব্যবসা মন্দা যাচ্ছিল। তাই ২০২০ সালে ব্যবসা গুটিয়ে নিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসি। পরে জমিজমা চাষাবাদের পরিকল্পনা করি। তাই ধান, গম ও আলু বাদে কী চাষ করা যায় তা নিয়ে ভাবছিলাম। হঠাৎ করেই একদিন অনলাইনের কৃষি বিষয়ক একটি সাইটে ঢুকে কমলা বাগানের বিষয়টি দেখতে পাই। পরে ওই সাইট থেকে কমলা বাগান করা নিয়ে ধারণা নিয়েছিলাম। একই বছরই কয়েকটি কমলার গাছ কিনে রোপণ করি। শুরুতে কমলার গাছের চারা কিনে নার্সারি মালিকের প্রতারণার শিকার হই। কারণ প্রথমের গাছগুলো ভালো ছিল না। তাই কিছুদিন পর গাছগুলো মরে যায়। এভাবে দেড় লাখ টাকার মতো লোকসান গুনলেও কমলা বাগান করার হাল ছাড়িনি।’
ইমরান হোসেন আরও বলেন, ‘লোকসানের পর একজন পরিচিত কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি বারি-২ কমলার গাছের চারার রোপণের পরামর্শ দেন। তাঁর দেওয়া পরামর্শ অনুযায়ী বারি-২ জাতের ১৩০টি কমলার চারা রোপণ করেছিলাম। প্রতিটি চারার দাম ৬০০ টাকা করে দাম পড়েছিল। আমরা স্বামী-স্ত্রী মিলে গত দু’বছর ধরে কমলা বাগানের পরিচর্যা করেছি। এবারই প্রথম কমলা ধরেছে। প্রতিটি কমলার গাছে গড়ে ২৫-৩০ কেজি কামলা রয়েছে। আগামী ডিসেম্বর মাসে কমলাগুলো পরিপক্ব হবে।’
কৃষি বিভাগের লোকজন নিয়মিত বাগানে এসে পরামর্শ দিচ্ছেন। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম হাবিবুল হাসান, কৃষি কর্মকর্তা ইমরান হোসেন কমলার বাগান পরিদর্শন করেছেন। এ ছাড়া প্রতিদিনই লোকজন কমলার বাগান দেখতে আসছেন বলেও জানিয়েছেন ইমরান হোসেন।
ইমরান হোসেনের স্ত্রী সুমিয়া আখতার বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী নিজেরাই কমলা বাগানের পরিচর্যা করছি। প্রতিটি গাছকে সন্তানের মতো করে ভালোবেসে বেড়ে তুলেছি। রোপণের দু’বছর পর এবার গাছে কমলা ধরেছে। গাছে-গাছে ঝুলে থাকা কমলা দেখে খুব ভালো লাগে। তখন এতদিনের কষ্টের কথা ভুলে যাই।’
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ভিকনী গ্রামের ইমরান হোসেন ব্যবসা ছেড়ে দিয়ে নিজ বাড়িতে এসে কমলার বাগান করেছেন। এবারই প্রথম তাঁর বাগানে কমলা ধরেছে। কমলাগুলো কিছুদিনের মধ্যে পরিপক্ব হবে। এটি উপজেলার প্রথম কমলার বাগান।
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
১ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
৩ ঘণ্টা আগে