Ajker Patrika

বগুড়ায় সাবেক এমপির দেহরক্ষী নিঝুম গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
সাবেক এমপি রাগেবুল আহসান রিপুর দেহরক্ষী নিঝুম আনসারী নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সংগৃহীত
সাবেক এমপি রাগেবুল আহসান রিপুর দেহরক্ষী নিঝুম আনসারী নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সংগৃহীত

বগুড়া সদর আসনে সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর দেহরক্ষী হিসেবে পরিচিত যুবলীগ কর্মী নিঝুম আনসারী নাহিদকে (৩৮) আটক করে পুলিশে দিয়েছে জনগণ। আজ সোমবার দুপুরে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাঁকে আটক করে স্থানীয়রা। পুলিশ হেফাজতে নেওয়ার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিঝুম বগুড়া শহরের শিববাটি শাহী মসজিদ লেনের মামুনুর রশিদের ছেলে। তিনি বগুড়া সদর আসনের সাবেক এমপি রাগেবুল আহসান রিপুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। দেহরক্ষীর মতো সব সময় রিপুর সঙ্গে থাকতেন। তাঁর নামে ২০১৩ সালে ছাত্র শিবির নেতা আবু রুহানী হত্যা মামলাসহ ৫টি মামলা রয়েছে।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোস্তাফিজ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিঝুম রিকশাযোগে শহরের শেরপুর রোড দিয়ে ঠনঠনিয়ার দিকে যাচ্ছিলেন। মফিজ পাগলার মোড়ে মোটরসাইকেলে আসা কিছু যুবক তাঁকে আটক করে মারধর শুরু করে। পরে জামায়াতে ইসলামীর এক নেতা ডিবি পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোস্তাফিজ হাসান বলেন, নিঝুমকে মফিজ পাগলার মোড় এলাকা থেকে হেফাজতে নেওয়া হয়। তাকে শিবির নেতা আবু রুহানী হত্যাসহ ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালে বগুড়া শহরের ফুরবাড়ি এলাকায় ছাত্র শিবির নেতা আবু রুহানীকে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করা হয়। সেই ঘটনায় গত ৫ আগস্টের পর নতুন করে বগুড়া সদর থানায় মামলা করা হয়। সেই মামলায় নিঝুম এজাহারভুক্ত আসামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত