চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
স্বেচ্ছাসেবক লীগের নেতা ও সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যা মামলায় পৌর মেয়র মোখলেসুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক নির্মলেন্দু দাশ এই আদেশ দেন। এর আগে এ মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নাজমুল আজম আজকের পত্রিকা বলেন, ‘পৌর মেয়রের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ থাকায় জামিনের বিরোধিতা করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
আদালতে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘জেম হত্যা মামলার প্রধান আসামি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে আদালত বিচার-বিশ্লেষণ করে জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমরা উচ্চ আদালতে যাব।’
আদালত সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগের নেতা খাইরুল আলম জেম হত্যা মামলার ৪৮ জন আসামির মধ্যে ৩৪ জন আসামি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। গত ৩০ মে উচ্চ আদালতে জামিন পাওয়া ৩২ জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে আদালত ২৬ জনকে জামিন ও ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
এর আগে ১৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড়ে ইফতার কিনে বাড়ি ফেরার সময় খাইরুল আলম জেমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে তাঁরমৃত্যু হয়। হত্যাকাণ্ডের তিন দিন পর গত ২২ এপ্রিল রাতে নিহতের বড় ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, যুবলীগের সাবেক জেলা সভাপতি ব্যবসায়ী সামিউল হক লিটন, চরবাগডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপু, রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীসহ ৪৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
স্বেচ্ছাসেবক লীগের নেতা ও সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যা মামলায় পৌর মেয়র মোখলেসুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক নির্মলেন্দু দাশ এই আদেশ দেন। এর আগে এ মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নাজমুল আজম আজকের পত্রিকা বলেন, ‘পৌর মেয়রের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ থাকায় জামিনের বিরোধিতা করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
আদালতে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘জেম হত্যা মামলার প্রধান আসামি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে আদালত বিচার-বিশ্লেষণ করে জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমরা উচ্চ আদালতে যাব।’
আদালত সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগের নেতা খাইরুল আলম জেম হত্যা মামলার ৪৮ জন আসামির মধ্যে ৩৪ জন আসামি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। গত ৩০ মে উচ্চ আদালতে জামিন পাওয়া ৩২ জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে আদালত ২৬ জনকে জামিন ও ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
এর আগে ১৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড়ে ইফতার কিনে বাড়ি ফেরার সময় খাইরুল আলম জেমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে তাঁরমৃত্যু হয়। হত্যাকাণ্ডের তিন দিন পর গত ২২ এপ্রিল রাতে নিহতের বড় ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, যুবলীগের সাবেক জেলা সভাপতি ব্যবসায়ী সামিউল হক লিটন, চরবাগডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপু, রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীসহ ৪৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
টাঙ্গাইলের মির্জাপুরে আনন্দ সরকার নামের এক যুবক তাঁর মা-বাবা ও প্রতিবেশীসহ সাতজনকে কুপিয়ে জখম করেছেন। তাঁদের মধ্যে রাজেশ্বরী সরকার মিতু (৩৬) নামের এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক যুবক আনন্দ সরকারকে পুলিশ আটক করেছে।
১৪ মিনিট আগেচট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পানিতে অতিরিক্ত লবণাক্ততার উপস্থিতি মিলেছে। পবিত্র রমজান মাস হওয়ায় এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অতি দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ বুধবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো
১৯ মিনিট আগেসিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বালুচর এলাকায় অবস্থিত ছাত্রাবাসের টিলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
২২ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে গত পাঁচ মাসে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জানুয়ারি মিশ্বানী এলাকায় পুলিশ পরিচয়ে চালবোঝাই ট্রাক ছিনতাই ও একটি গাড়ি ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
২৬ মিনিট আগে