Ajker Patrika

মাথায় করে ইট বয়ে ভাঙা সড়ক মেরামত করলেন মেম্বার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
মাথায় করে ইট বয়ে ভাঙা সড়ক মেরামত করলেন মেম্বার

নিজের জমানো টাকায় ভাঙাচোরা সড়ক মেরামত করলেন মহিলা মেম্বার রেখা। নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার তিনি। পার্শ্ববর্তী কোলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপনের সহযোগিতায় দুই ট্রাক ইট এনে দ্বীপগঞ্জ-কোলা সড়ক মেরামত করেন রেখা। 

রেখা ভূমিহীন। মাথা গোঁজার ঠাঁই বলতে সরকারি জায়গায় ঝুপড়ি ঘর। তৃতীয় ধাপে বিলাশবাড়ী ইউপি নির্বাচনে ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হোন রেখা। 

নিজে ঘাড়ে করে ইট বহন করে নিজ হাতে রাস্তায় বিছিয়ে দেন মেম্বার রেখাঅনেক দিন ধরে সড়কটিতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। বড় বড় গর্তের কারণে প্রায়ই বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। স্থানীয় রেজাউল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী সড়ক কোলা-দ্বীপগঞ্জ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কে কার্পেটিং উঠে গেছে। সড়কটি দিয়ে প্রতিদিন মিঠাপুর, কোলা, আধাইপুর, বিলাশবাড়ীসহ বেশ কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ চলাচল করেন। নওগাঁ জেলা শহরের যাতায়াতের প্রধান পথ এটি। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পিচ উঠে অসংখ্য ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। খানাখন্দে ভরা সড়কে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে জনসাধারণকে। কোলা ইউপির চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপনের সহযোগিতায় মহিলা মেম্বার রেখার উদ্যোগে সড়কি মেরামত করা হলো। 

পথচারী জামাল বলেন, ‘খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন চলাচল করে হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন ও পথচারীরা। এক দিকে খরা মৌসুমে ধুলা বালিতে অতিষ্ঠ পথচারী-তেমনি একটু বৃষ্টি হলেই সড়কের গর্তগুলোতে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জেলা শহরে যাওয়ার সহজ যোগাযোগ এই রাস্তা। অথচ রোগী ও জরুরি প্রয়োজনে দ্রুত যাওয়া যায় না এই রাস্তাটি দিয়ে। আর বৃষ্টিতে ভোগান্তি ওঠে চরমে। জনগণের চলাচলের ভোগান্তি কমাতে সড়কে ইট বিছিয়ে চলাচলের জন্য কিছুটা উপযোগী করেছেন ভূমিহীন রেখা।’ 

নিজে ঘাড়ে করে ইট বহন করে নিজ হাতে রাস্তায় বিছিয়ে দেন মেম্বার রেখাএ বিষয়ে বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত নারী ইউপি সদস্যা রেখা বানু বলেন, ‘সড়কটি ভাঙাচোরা যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, আমি আমার সামান্য জমানো টাকা দিয়ে শুধু ইটের গাড়ি ভাড়া দিয়েছি আর কোলা ইউনিয়নের চেয়ারম্যান স্বপন দুই গাড়ি ইট দিয়েছে। আমি নিজেই ইটগুলো মাথায় বহন করে ভ্যানে করে নিয়ে রাস্তায় বিছিয়ে দিয়েছি। হাতুড়ি দিয়ে ইটগুলো নিজ হাতেই ভেঙে খানাখন্দ সমান করেছি।’ 

কোলা ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন বলেন, ‘আমার কাছে বিলাশবাড়ী ইউপির মহিলা মেম্বার রেখা এসে বললো, কোলা-দ্বীপগঞ্জ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রেখা আমাকে বলে দুই গাড়ি ইট দিতে হবে। আমি তার কথা শুনে যথাসময়ে ইট পৌঁছিয়ে দিয়েছি। রেখা ইটের গাড়ি ভাড়া দিয়েছে। তার সার্বিক প্রচেষ্টায় রাস্তাটি মেরামত করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত