Ajker Patrika

বগুড়ায় বাসচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২ 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৯: ৫৯
বগুড়ায় বাসচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২ 

বগুড়ায় একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়েছে। এতে অটোরিকশাচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ১১টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বগুড়া সদর থানার উপপরিদর্শক আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন বগুড়া সদর উপজেলার দক্ষিণ বাঘোপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে অটোরিকশাচালক বাপ্পি মিয়া (৩৫) ও আশোকোলা গ্রামের বেলাল হোসেনের ছেলে অটোরিকশার যাত্রী আরিফ রহমান (২৮)। দুর্ঘটনায় আহত আশোকোলা গ্রামের টুটু মিয়া (৪০) বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বগুড়া সদর থানার উপপরিদর্শক আব্দুর রহিম বলেন, রংপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আরিফ নিহত হন। আহত অবস্থায় অটোরিকশাচালক ও আরেক যাত্রীকে টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে অটোরিকশাচালক বাপ্পি মারা যান।

পুলিশ কর্মকর্তাটি আরও জানান, অটোরিকশাকে চাপা দেওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে বৈদ্যুতিক তার জড়িয়ে ওই বাসে আগুনের সূত্রপাত হয়। বাসচালকসহ যাত্রীরা দ্রুত জানালা ভেঙে এবং দরজা দিয়ে বাস থেকে নেমে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভালেও বাসটি পুড়ে যায়। দুর্ঘটনার কারণে মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। বাস ও অটোরিকশাটি পুলিশ জব্দ করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত