নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
পশ্চিমাঞ্চল রেলওয়ের হাসপাতালগুলোতে কেনাকাটা খাতে ৭ কোটি ২০ লাখ টাকার অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে রেলভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক (দুদক)। আজ রোববার দুপুরে এ অভিযান চালানো হয়। এ সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে গেছেন দুদকের কর্মকর্তারা। অনুসন্ধানের প্রয়োজনে কিছু নথি তলব করেছে দুদক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের হাসপাতালগুলোতে ২০১৭-১৮ অর্থবছরে বিভিন্ন খরচের ওপর নিরীক্ষা চালায় মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের দল। ২০১৯ সালের মার্চ ও এপ্রিলে এই নিরীক্ষা সম্পন্ন হয়। এতে ধরা পড়ে, বিভিন্ন খাতে খরচের ক্ষেত্রে সরকারি নিয়মনীতি মানা হয়নি। এই নিরীক্ষায় খরচে ৭ কোটি ২০ লাখ টাকা অনিয়মের অভিযোগ রয়েছে।
সেই অনিয়ম খতিয়ে দেখতে আজ দুপুরে রাজশাহী মহানগরীর শিরোইল এলাকায় অবস্থিত রেলওয়ে হাসপাতালে অভিযান পরিচালনা করে দুদকের একটি। অভিযানে নেতৃত্ব দেন দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন। টিমের অন্য সদস্যরা হলেন উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও সহকারী পরিদর্শক মাজবুবুর রহমান।
এ সময় তাঁরা বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা এস এম মারুফুল ইসলামের সঙ্গে অনিয়মের বিষয়ে কথা বলেন। পরে হাসপাতালের কেনাকাটা ও খরচ-সংক্রান্ত বেশ কিছু রেকর্ড সংগ্রহ করেন। পরে রেলভবনে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের দপ্তরেও যায় দুদক প্রতিনিধিদল। সেখানে নিজ দপ্তরেই মহাব্যবস্থাপকের কাছেও অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়। তাঁর কাছ থেকে এ-সংক্রান্ত নথিপত্র তলব করা হয়।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে হাসপাতালের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা এস এম মারুফুল ইসলাম বলেন, ‘দুদকের একটি দল হাসপাতালে এসেছিল। তারা আমাদের কাছে নানা অনিয়মের তথ্য জানতে চেয়েছিল। বেশ কিছু নথিও নিয়ে গেছে। আরও রেকর্ডপত্র চেয়েছে। কয়েক দিনের মধ্যে তা সরবরাহ করা হবে।’
দুদকের ঝটিকা অভিযানের কথা স্বীকার করে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘পুরোনো কিছু কেনাকাটা ও খরচের বিষয়ে তারা জানতে চেয়েছে। আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। লোক ডেকে সমস্ত তথ্য দিয়েছি।’
পশ্চিমাঞ্চল রেলওয়ের হাসপাতালগুলোতে কেনাকাটা খাতে ৭ কোটি ২০ লাখ টাকার অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে রেলভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক (দুদক)। আজ রোববার দুপুরে এ অভিযান চালানো হয়। এ সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে গেছেন দুদকের কর্মকর্তারা। অনুসন্ধানের প্রয়োজনে কিছু নথি তলব করেছে দুদক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের হাসপাতালগুলোতে ২০১৭-১৮ অর্থবছরে বিভিন্ন খরচের ওপর নিরীক্ষা চালায় মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের দল। ২০১৯ সালের মার্চ ও এপ্রিলে এই নিরীক্ষা সম্পন্ন হয়। এতে ধরা পড়ে, বিভিন্ন খাতে খরচের ক্ষেত্রে সরকারি নিয়মনীতি মানা হয়নি। এই নিরীক্ষায় খরচে ৭ কোটি ২০ লাখ টাকা অনিয়মের অভিযোগ রয়েছে।
সেই অনিয়ম খতিয়ে দেখতে আজ দুপুরে রাজশাহী মহানগরীর শিরোইল এলাকায় অবস্থিত রেলওয়ে হাসপাতালে অভিযান পরিচালনা করে দুদকের একটি। অভিযানে নেতৃত্ব দেন দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন। টিমের অন্য সদস্যরা হলেন উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও সহকারী পরিদর্শক মাজবুবুর রহমান।
এ সময় তাঁরা বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা এস এম মারুফুল ইসলামের সঙ্গে অনিয়মের বিষয়ে কথা বলেন। পরে হাসপাতালের কেনাকাটা ও খরচ-সংক্রান্ত বেশ কিছু রেকর্ড সংগ্রহ করেন। পরে রেলভবনে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের দপ্তরেও যায় দুদক প্রতিনিধিদল। সেখানে নিজ দপ্তরেই মহাব্যবস্থাপকের কাছেও অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়। তাঁর কাছ থেকে এ-সংক্রান্ত নথিপত্র তলব করা হয়।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে হাসপাতালের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা এস এম মারুফুল ইসলাম বলেন, ‘দুদকের একটি দল হাসপাতালে এসেছিল। তারা আমাদের কাছে নানা অনিয়মের তথ্য জানতে চেয়েছিল। বেশ কিছু নথিও নিয়ে গেছে। আরও রেকর্ডপত্র চেয়েছে। কয়েক দিনের মধ্যে তা সরবরাহ করা হবে।’
দুদকের ঝটিকা অভিযানের কথা স্বীকার করে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘পুরোনো কিছু কেনাকাটা ও খরচের বিষয়ে তারা জানতে চেয়েছে। আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। লোক ডেকে সমস্ত তথ্য দিয়েছি।’
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, হবিগঞ্জ জেলা সদরের অস্থায়ী ক্যাম্পাসে চালু করা হবিগঞ্জ মেডিকেল কলেজটির জন্য যত দ্রুত সম্ভব স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে হবে। এটি অত্যন্ত পরিতাপের বিষয় যে ইতিমধ্যে একটি ব্যাচ এমবিবিএস কোর্স সম্পন্ন করলেও এখন...
১৪ মিনিট আগেঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে নারায়ণগঞ্জ শহরে ঢুকছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। কিন্তু উল্টো পথে চলাচলে বাধা দেয় ট্রাফিক স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা। আর তাতেই রেগে আগুন হয়ে শিক্ষার্থীদের সঙ্গে তর্ক জুড়ে দেন তিনি; যার ভিডিও...
৩৬ মিনিট আগেযশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরের নাজির শাহিন আলমকে মোবাইলে হুমকির পর মারপিটের ঘটনায় মনিরামপুর থানা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে...
১ ঘণ্টা আগেসিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জুমপাড়ে গ্রাম প্রতিরক্ষা বেড়িবাঁধ রক্ষায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে এলাকাবাসী। আজ শুক্রবার বাদ জুমা স্থানীয় ছাত্র-জনতা ও এলাকাবাসীর উদ্যোগে জাফলং বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কান্দুবস্তিসংলগ্ন জুমপাড়ে গ্রাম প্রতিরক্ষা বাঁধে গিয়ে শেষ হয়।
১ ঘণ্টা আগে