বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) গত তিন মাস ধরে বেতন বন্ধ রয়েছে। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন নাটোরের বাগাতিপাড়ার ১৭ জন সিএইচসিপি। কবে নাগাদ বেতন পাবেন সেটিও অনিশ্চিত।
কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা জানান, প্রতি মাসের ২ থেকে ৩ তারিখের মধ্যে একটি প্রকল্পের মাধ্যমে তাঁরা বেতন পেয়ে থাকেন। কিন্তু গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের বেতন তাঁরা এখনো পাননি। উপজেলায় ১৭টি কমিউনিটি ক্লিনিকে ১৭ জন সিএইচসিপি রয়েছেন। তাঁরা প্রায় সবাই এই বেতনের ওপর নির্ভরশীল। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে বেতন না পেয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। কারও-কারও পরিবারে অনেক সময় তিন বেলা খাবারও জুটছে না।
নূরপুর মালঞ্চি কমিউনিটি ক্লিনিকে কর্মরত আক্তারুজ্জামান জানান, বৃদ্ধ বাবা ও ছেলে-মেয়ে দিয়ে মোট ছয়জনের সংসার তাঁর। উপার্জনক্ষম ব্যক্তি তিনি একাই। কমিউনিটি ক্লিনিকে সকাল থেকে বিকেল পর্যন্ত অফিস করায় অন্য কাজ করতে পারেন না। নিজের জমি-জমাও নাই। চাকরির সামান্য বেতনেই তাঁর সংসার চলে। তাও গত তিন মাস ধরে বন্ধ। পরিবার নিয়ে খুব কষ্টে খেয়ে না খেয়ে দিন পার করছেন তিনি।
বাঁশবাড়িয়া কমিউনিটি ক্লিনিকের আরেক সিএইচসিপি রফিকুল ইসলাম বলেন, ‘বাড়ির ভিটা ছাড়া আর কিছুই নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে সামান্য ওই বেতন দিয়ে টেনেটুনে কোনো রকমে সংসার চালাই। তারপর আবার গত তিন মাস থেকে তাও বন্ধ। দোকানদাররা বাকিতে জিনিস দিতে চাচ্ছেন না। কি যে বিপদে রয়েছি, কাউকে বলে বোঝাতে পারব না।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘একটি প্রকল্পের মাধ্যমে সিএইচসিপিদের বেতন দেওয়া হয়। সারা দেশেই তাঁদের বেতন বন্ধ রয়েছে। অর্থ ছাড় হয়ে এলেই তাঁরা বেতন পাবেন।’
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) গত তিন মাস ধরে বেতন বন্ধ রয়েছে। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন নাটোরের বাগাতিপাড়ার ১৭ জন সিএইচসিপি। কবে নাগাদ বেতন পাবেন সেটিও অনিশ্চিত।
কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা জানান, প্রতি মাসের ২ থেকে ৩ তারিখের মধ্যে একটি প্রকল্পের মাধ্যমে তাঁরা বেতন পেয়ে থাকেন। কিন্তু গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের বেতন তাঁরা এখনো পাননি। উপজেলায় ১৭টি কমিউনিটি ক্লিনিকে ১৭ জন সিএইচসিপি রয়েছেন। তাঁরা প্রায় সবাই এই বেতনের ওপর নির্ভরশীল। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে বেতন না পেয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। কারও-কারও পরিবারে অনেক সময় তিন বেলা খাবারও জুটছে না।
নূরপুর মালঞ্চি কমিউনিটি ক্লিনিকে কর্মরত আক্তারুজ্জামান জানান, বৃদ্ধ বাবা ও ছেলে-মেয়ে দিয়ে মোট ছয়জনের সংসার তাঁর। উপার্জনক্ষম ব্যক্তি তিনি একাই। কমিউনিটি ক্লিনিকে সকাল থেকে বিকেল পর্যন্ত অফিস করায় অন্য কাজ করতে পারেন না। নিজের জমি-জমাও নাই। চাকরির সামান্য বেতনেই তাঁর সংসার চলে। তাও গত তিন মাস ধরে বন্ধ। পরিবার নিয়ে খুব কষ্টে খেয়ে না খেয়ে দিন পার করছেন তিনি।
বাঁশবাড়িয়া কমিউনিটি ক্লিনিকের আরেক সিএইচসিপি রফিকুল ইসলাম বলেন, ‘বাড়ির ভিটা ছাড়া আর কিছুই নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে সামান্য ওই বেতন দিয়ে টেনেটুনে কোনো রকমে সংসার চালাই। তারপর আবার গত তিন মাস থেকে তাও বন্ধ। দোকানদাররা বাকিতে জিনিস দিতে চাচ্ছেন না। কি যে বিপদে রয়েছি, কাউকে বলে বোঝাতে পারব না।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘একটি প্রকল্পের মাধ্যমে সিএইচসিপিদের বেতন দেওয়া হয়। সারা দেশেই তাঁদের বেতন বন্ধ রয়েছে। অর্থ ছাড় হয়ে এলেই তাঁরা বেতন পাবেন।’
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
১ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে