বগুড়া প্রতিনিধি
বগুড়ায় আনোয়ার হোসেন হৃদয় (৪০) নামের এক বিএনপি নেতাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার পর ছয় দিনেও খোঁজ পাওয়া যাচ্ছে না। আজ বুধবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তাঁর স্ত্রী আঁখি বেগম। এ সময় তিনি অবিলম্বে স্বামীর সন্ধান দাবি করেন।
আনোয়ার হোসেন হৃদয় কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ভোলতা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কাহালু উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক। শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি পরিচালিত ক্লাইমেট চেঞ্জ নামে উপপ্রকল্পে ফিল্ড অর্গানাইজার পদে কর্মরত ছিলেন তিনি।
সংবাদ সম্মেলনে আঁখি বেগম বলেন, ‘গত ১৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে শেরপুর পল্লী উন্নয়ন একাডেমির সামনে থেকে ডিবি পরিচয়ধারী সদস্যরা আমার স্বামীকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘আমার স্বামী রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। তারপরও তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর শেরপুর থানায় সাধারণ ডায়েরি করলেও পুলিশের কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না।’ তিনি এ সময় তাঁর স্বামীর সন্ধান দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত তাঁদের স্বজন শহিদুল ইসলাম বলেন, ‘গত ১৪ ডিসেম্বর আমরা পল্লী উন্নয়ন একাডেমির মাঠে ফুটবল খেলা দেখতে গিয়েছিলাম। সেখানে চারজন লোক আনোয়ার হোসেনকে নিয়ে চলে যায়। তাদের যে কিছু জিজ্ঞাসা করব, সে সময়ও পাইনি।’
এ বিষয়ে জানতে চাইলে বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মোস্তাফিজ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ডিবি পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই। তারা যে অভিযোগ করেছে, তা ভিত্তিহীন।’
বগুড়ায় আনোয়ার হোসেন হৃদয় (৪০) নামের এক বিএনপি নেতাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার পর ছয় দিনেও খোঁজ পাওয়া যাচ্ছে না। আজ বুধবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তাঁর স্ত্রী আঁখি বেগম। এ সময় তিনি অবিলম্বে স্বামীর সন্ধান দাবি করেন।
আনোয়ার হোসেন হৃদয় কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ভোলতা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কাহালু উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক। শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি পরিচালিত ক্লাইমেট চেঞ্জ নামে উপপ্রকল্পে ফিল্ড অর্গানাইজার পদে কর্মরত ছিলেন তিনি।
সংবাদ সম্মেলনে আঁখি বেগম বলেন, ‘গত ১৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে শেরপুর পল্লী উন্নয়ন একাডেমির সামনে থেকে ডিবি পরিচয়ধারী সদস্যরা আমার স্বামীকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘আমার স্বামী রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। তারপরও তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর শেরপুর থানায় সাধারণ ডায়েরি করলেও পুলিশের কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না।’ তিনি এ সময় তাঁর স্বামীর সন্ধান দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত তাঁদের স্বজন শহিদুল ইসলাম বলেন, ‘গত ১৪ ডিসেম্বর আমরা পল্লী উন্নয়ন একাডেমির মাঠে ফুটবল খেলা দেখতে গিয়েছিলাম। সেখানে চারজন লোক আনোয়ার হোসেনকে নিয়ে চলে যায়। তাদের যে কিছু জিজ্ঞাসা করব, সে সময়ও পাইনি।’
এ বিষয়ে জানতে চাইলে বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মোস্তাফিজ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ডিবি পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই। তারা যে অভিযোগ করেছে, তা ভিত্তিহীন।’
বরিশাল আইএইচটিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আটজন বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়েছে। শাস্তি নিশ্চিত করতে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।
৭ মিনিট আগেজেলার খবর, চট্টগ্রাম, নোয়াখালী, সুবর্ণচর, গৃহবধূ, লাশ উদ্ধার, স্বজন, অভিযোগ, পিটিয়ে হত্যা
১০ মিনিট আগেবাড়ি থেকে বের করে দেওয়ার পর কোণঠাসা করে রাখতে নিজের মাকে জামায়াতের রুকন বলে প্রচার করেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। তুরিন একসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০ মিনিট আগে