Ajker Patrika

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে লাখ টাকা হাতিয়ে নিত প্রতারক চক্র

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১৮: ০০
সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে লাখ টাকা হাতিয়ে নিত প্রতারক চক্র

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে নগদ টাকার সঙ্গে হাতিয়ে নিত ব্যাংকের ফাঁকা চেক। পরে চাকরিপ্রার্থীকে দিত ভুয়া নিয়োগপত্র। চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে উল্টো ফাঁকা চেকের মামলা দেওয়ার ভয় দেখাত সংঘবদ্ধ প্রতারক চক্র।

চাঁপাইনবাবগঞ্জে এমনি একটি প্রতারক চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া গ্রাম থেকে তিনজনকে একটি ভুয়া নিয়োগপত্র ও দুটি সিলসহ গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার মহারাজপুর মিনটোলা গ্রামের বাসিন্দা মো. মাসুদ রানা (৪২), নিচুধুমি গ্রামের তহরুল ইসলাম (৩৮) ও লালাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক (৪৫)।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, প্রতারক চক্রটি দীর্ঘদিন চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। তাদের আটক করতে র‍্যাবের একটি চৌকস গোয়েন্দা দল দীর্ঘদিন কঠোর নজরদারি অব্যাহত রেখেছিল।

র‍্যাব আরও জানায়, একজন ভুক্তভোগীকে প্রতারক মাসুদ রানা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে একটি ভুয়া নিয়োগপত্র দেন। বিনিময়ে তাঁর কাছ থেকে ছয় লাখ টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, গ্রেপ্তার তিন প্রতারককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত