পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
নারী কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত হয়েছেন রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুন খান। তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ার চার দিন পেরিয়ে গেছে। অথচ নানা অনিয়মের কারণে ১ নম্বর প্যানেল মেয়রকে দায়িত্ব বুঝে না দেওয়ার অভিযোগ উঠেছে। কাউন্সিলররা বলছেন, বরখাস্ত হওয়ার বিষয়টি গোপন রেখে সহকারী প্রকৌশলী ও প্রশাসনিক কর্মকর্তা নিয়মবহির্ভূতভাবে মেয়রকে ২২ দিন দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়েছেন। এ সময়ের মধ্যে বিভিন্ন বিল বাবদ ৩২ লাখ টাকা লেনদেন করেছেন। আর তাঁদের অনিয়ম ঢাকতে প্যানেল মেয়রকে দায়িত্ব বুঝিয়ে দিতে তাঁরা গড়িমসি করছেন।
প্যানেল মেয়র ও কাউন্সিলর কামাল হোসেন বলেন, নিয়মানুযায়ী কোনো কারণে মেয়রের অনুপস্থিতিতে ১ নম্বর প্যানেল মেয়র দায়িত্ব পালন করবেন। তবে এখানে সহকারী প্রকৌশলী, ভারপ্রাপ্ত সচিব শহিদুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা এ কে ফজলুল হক টুটুল সেই দায়িত্ব দিতে গড়িমসি শুরু করেছেন।
কামাল হোসেন আরও বলেন, মেয়র বরখাস্ত হওয়ার পরও ২২ দিন দায়িত্ব পালন করেছেন। এ সময় তাঁদের যোগসাজশে পৌরসভার মোটা অঙ্কের অর্থ নয়ছয় করার আশঙ্কা আছে। আর সেই কারণে তাঁরা নানা অজুহাতে প্যানেল মেয়রকে দায়িত্ব দিতে চাচ্ছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কাউন্সিলর বলেন, পৌরসভার নাটেরগুরু সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম। তিনি প্রশাসনিক কর্মকর্তার সহযোগিতায় একটি সিন্ডিকেট চক্র গড়ে তুলেছেন। আর পৌরসভা গঠনের ২১ বছরের মধ্যে ২০ বছর ধরে শহিদুল ইসলাম এখানে কর্মরত। আর সেই সুযোগে তিনি নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। তাঁর বিরুদ্ধে কাউন্সিলর শফিকুল ইসলাম রুহুল সম্প্রতি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা এ কে ফজলুল হক টুটুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দেবেন না বলে জানান।
এ ব্যাপারে সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব শহিদুল ইসলাম বলেন, ‘১৪ ডিসেম্বর আমরা চিঠি হাতে পেয়েছি। আর চিঠি পাওয়ার পর ওই দিনই মেয়র দায়িত্ব ছেড়ে দিয়েছেন।’
প্যানেল মেয়রকে দায়িত্ব না দেওয়ার বিষয়ে জানতে চাইলে শহিদুল ইসলাম বলেন, দপ্তরে কিছু জটিলতার কারণে সব কাউন্সিলরদের ডাকা হয়নি। চলতি সপ্তাহের যেকোনো দিন সবাইকে ডেকে প্যানেল মেয়রের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। আর তাঁর বিরুদ্ধে দপ্তরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র।’
নারী কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত হয়েছেন রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুন খান। তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ার চার দিন পেরিয়ে গেছে। অথচ নানা অনিয়মের কারণে ১ নম্বর প্যানেল মেয়রকে দায়িত্ব বুঝে না দেওয়ার অভিযোগ উঠেছে। কাউন্সিলররা বলছেন, বরখাস্ত হওয়ার বিষয়টি গোপন রেখে সহকারী প্রকৌশলী ও প্রশাসনিক কর্মকর্তা নিয়মবহির্ভূতভাবে মেয়রকে ২২ দিন দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়েছেন। এ সময়ের মধ্যে বিভিন্ন বিল বাবদ ৩২ লাখ টাকা লেনদেন করেছেন। আর তাঁদের অনিয়ম ঢাকতে প্যানেল মেয়রকে দায়িত্ব বুঝিয়ে দিতে তাঁরা গড়িমসি করছেন।
প্যানেল মেয়র ও কাউন্সিলর কামাল হোসেন বলেন, নিয়মানুযায়ী কোনো কারণে মেয়রের অনুপস্থিতিতে ১ নম্বর প্যানেল মেয়র দায়িত্ব পালন করবেন। তবে এখানে সহকারী প্রকৌশলী, ভারপ্রাপ্ত সচিব শহিদুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা এ কে ফজলুল হক টুটুল সেই দায়িত্ব দিতে গড়িমসি শুরু করেছেন।
কামাল হোসেন আরও বলেন, মেয়র বরখাস্ত হওয়ার পরও ২২ দিন দায়িত্ব পালন করেছেন। এ সময় তাঁদের যোগসাজশে পৌরসভার মোটা অঙ্কের অর্থ নয়ছয় করার আশঙ্কা আছে। আর সেই কারণে তাঁরা নানা অজুহাতে প্যানেল মেয়রকে দায়িত্ব দিতে চাচ্ছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কাউন্সিলর বলেন, পৌরসভার নাটেরগুরু সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম। তিনি প্রশাসনিক কর্মকর্তার সহযোগিতায় একটি সিন্ডিকেট চক্র গড়ে তুলেছেন। আর পৌরসভা গঠনের ২১ বছরের মধ্যে ২০ বছর ধরে শহিদুল ইসলাম এখানে কর্মরত। আর সেই সুযোগে তিনি নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। তাঁর বিরুদ্ধে কাউন্সিলর শফিকুল ইসলাম রুহুল সম্প্রতি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা এ কে ফজলুল হক টুটুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দেবেন না বলে জানান।
এ ব্যাপারে সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব শহিদুল ইসলাম বলেন, ‘১৪ ডিসেম্বর আমরা চিঠি হাতে পেয়েছি। আর চিঠি পাওয়ার পর ওই দিনই মেয়র দায়িত্ব ছেড়ে দিয়েছেন।’
প্যানেল মেয়রকে দায়িত্ব না দেওয়ার বিষয়ে জানতে চাইলে শহিদুল ইসলাম বলেন, দপ্তরে কিছু জটিলতার কারণে সব কাউন্সিলরদের ডাকা হয়নি। চলতি সপ্তাহের যেকোনো দিন সবাইকে ডেকে প্যানেল মেয়রের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। আর তাঁর বিরুদ্ধে দপ্তরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে