Ajker Patrika

নাগরিক সেবা কীভাবে দিতে হয় জানা আছে: লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নাগরিক সেবা কীভাবে দিতে হয় জানা আছে: লিটন

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, নগরবাসীকে নাগরিক সেবা কীভাবে দিতে হয়, সেটি জানা আছে। তাই এবার যদি আবার মেয়র নির্বাচিত হতে পারেন, তা হলে নগরবাসী সর্বোচ্চ নাগরিক সেবাই পাবেন সিটি করপোরেশন থেকে। 

আজ শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। রাজশাহী মহানগর মেসমালিক সমিতির সদস্যদের সঙ্গে হয় এই মতবিনিময় সভা।  

আসন্ন সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এই মেয়র প্রার্থী বলেন, রাজশাহীর উন্নয়নে কোন কাজটা আগে করা জরুরি, কোন কাজে নাগরিকদের সুযোগ-সুবিধা বেশি নিশ্চিত হবে, এসব আমার সব জানা আছে। আগামীতে সুযোগ পেলে আরও পরিকল্পিতভাবে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নকাজ বাস্তবায়ন করতে চাই। 

রাজশাহীকে শিক্ষা নগরী রূপে গড়ার পরিকল্পনা তুলে ধরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ চলছে। আগামীতে রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চাই এই শহরে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন কৃষি অনুষদ আছে। সেখানে কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। 

শিল্পায়ন ও কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, এবার লক্ষ্য রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। রাজশাহীতে নৌবন্দর স্থাপন ও নৌরুট চালুর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রথম পর্যায়ে ভারতের মুর্শিদাবাদের ধূলিয়ান থেকে সুলতানগঞ্জ পর্যন্ত নৌরুট চালু হবে। এরপর রাজশাহী হয়ে আরিচা হয়ে ঢাকা পর্যন্ত নৌরুট চালু করতে চাই। 

এটি চালু হলে ব্যবসা-বাণিজ্য ও অথনীতি গতিশীল হবে। এছাড়া রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত সরাসরি ট্রেন ও বাস চালু করা হবে। আমি নির্বাচিত হলে দায়িত্ব তিন মাসের মধ্যে ট্রেন ও বাস চালু করা সম্ভব হবে। বিসিক-২ উন্নয়ন কাজ চলমান রয়েছে। প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে। নারী উদ্যোক্তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। শহরের আয়তন বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রয়েছে। শহরের আয়তন বৃদ্ধির পর সম্প্রসারিত এলাকায় প্রশস্ত রাস্তা, ড্রেন, স্কুল ও কলেজ প্রতিষ্ঠাসহ নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানো হবে। 

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মহানগর মেসমালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান, সাধারণ সম্পাদক এ এস এম ওমর শরীফ রাজিব প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত