নওগাঁয় আউশ ধানের দাম কম, হতাশ চাষিরা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৪৭
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৫৫

নওগাঁয় চলতি মৌসুমে আউশ ধানের আবাদ ভালো হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ কৃষকেরা। উৎপাদন খরচের তুলনায় বাজারদর কম হওয়ায় কৃষকেরা অভিযোগ করেন, আড়তদার ও মিলাররা সিন্ডিকেট করে ধানের দর কমিয়েছেন। এদিকে আড়তদারেরা বলছেন, কাঁচা ধানে মিলারদের চাহিদা না থাকায় দাম তুলনামূলক কমেছে। 

কৃষকদের দাবি, শুরুতে খড়ার কারণে এবার আউশ আবাদে বেশি সেচ দিতে হয়েছে। এ ছাড়া সার, কীটনাশক ও সেচ খরচ বাড়ায় উৎপাদন খরচ গত বছরের তুলনাই অন্তত দুই-আড়াই হাজার টাকা বেশি হয়েছে। সবচেয়ে বিপদে আছেন বর্গাচাষিরা। উৎপাদন ব্যয়ের সঙ্গে বাজারদরের সামঞ্জস্য না থাকায় চিন্তিত তাঁরা। 

এবার আউশ আবাদে খরচ বেশি হয়েছে। বাজারে ধানের দামও কম। উৎপাদন খরচ উঠছে না। এমন তথ্য জানান মাতাজি এলাকার কৃষক শহিদুল ইসলাম। কৃষকদের হিসাবে এবার আউশ চাষে বিঘাপ্রতি উৎপাদন ব্যয় হয়েছে ১১ হাজার থেকে ১৩ হাজার টাকা। অথচ বর্তমানে বাজারে প্রকারভেদে ৭০০ থেকে ৯০০ টাকা মণ দরে ধান বিক্রি হচ্ছে। এক বিঘা জমিতে ধান পাওয়া যাচ্ছে ১৩ থেকে ১৫ মণ। অর্থাৎ, ৯০০ টাকা মণ ধরলেও এক বিঘায় ধান বিক্রি হচ্ছে ১১ হাজার ৭০০ থেকে ১৩ হাজার ৫০০ টাকা। বিপরীতে উৎপাদন করতে খরচই হচ্ছে ১১ থেকে ১৩ হাজার টাকা। এতে তাঁরা লাভের মুখ দেখছেন না। অথচ গত বছরও এক মণ ধান বিক্রি হয়েছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়।

জাহিদুল ইসলাম নামের এক চাষি বলেন, ‘আউশ ধানকে আপৎকালীন ফসল বলা হচ্ছে। অথচ আপৎকালীন সেই ফসল চাষ করে দাম না থাকার কারণে বিপদে পড়ে গেছি। কাঁচা ধান ব্যাপারীরা কিনতে চাইছেন না। এখন এক মণ কাঁচা ধান ৭০০ থেকে সর্বোচ্চ ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।’

 ‘ধানের ন্যায্য দাম পাচ্ছি না। আড়তদার ও মিলাররা সিন্ডিকেট করে দাম কমিয়েছেন। এ ব্যাপারে সরকারের নজর দেওয়া প্রয়োজন।’ বললেন মহাদেবপুরের চাষি মজিবুর রহমান। 

মাতাজি হাটে ধান বিক্রি করতে আসা আরেক কৃষক আফজাল হোসেন বলেন, ‘ধানের দাম যদি ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা মণ পেতাম, তাহলে লাভ হতো। বর্তমান বাজারদরে খুবই হতাশ আমরা। খরচেই সব শেষ।’ 

এদিকে ধানের দাম কম হওয়ার পেছনে মিলারদের চাহিদা না থাকাকে যুক্তি হিসেবে তুলে ধরছেন স্থানীয় ধান ব্যবসায়ীরা। নওগাঁর মাতাজি হাটের আড়তদার মো. জালাল হোসেন বলেন, ‘কাঁচা ধান কিনতে মিলারদের চাহিদা না থাকায় দাম কম। বাজারে কোনো সিন্ডিকেট নেই। মিলাররা কম দাম দিচ্ছেন, এ জন্য আমরাও কম দামে কিনতেছি।’ 

জালাল হোসেন আরও বলেন, মৌসুমের শুরুতে ধানের দাম একটু বেশি থাকলেও বর্তমানে প্রকারভেদে ৮০০-৮৫০ ও ৯০০ টাকা মণ দরে চাষিদের কাছ থেকে ধান কেনা হচ্ছে। 

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে নওগাঁয় ৫৮ হাজার ২৫০ হেক্টর জমিতে আউশ ধান আবাদ হয়েছে। কৃষকেরা সবচেয়ে বেশি চাষ করেছেন ব্রি-৪৮ জাতের ধান। 

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, কৃষক মাড়াই শেষে কাঁচা ধান সঙ্গে সঙ্গে বাজারে নিয়ে আসায় দাম কম পাচ্ছে। এই সময়ে ধান বিক্রি না করে শুকিয়ে ঘরে সংরক্ষণ করে কিছুদিন পর বিক্রি করলে দাম বেশি পেতে পারেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত