রামেকে করোনা শনাক্তের হার ৩০ শতাংশ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২২, ১৫: ০১
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৫: ৩০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৭০ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় মৃত্যুশূন্য ছিল এই ইউনিট। গত ২৪ ঘণ্টায় রামেক করোনা ইউনিটে একজনও মারা যাননি।

হাসপাতালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন একজন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন সাতজন। জেলার ২০২টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে ৬২ জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৭০ শতাংশ।

আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ৩০ জন।     

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত