Ajker Patrika

প্রভাবশালীর সহযোগিতায় প্রতিবেশীকে বেড়া দিয়ে অবরুদ্ধ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রভাবশালীর সহযোগিতায় প্রতিবেশীকে বেড়া দিয়ে অবরুদ্ধ

নওগাঁর বদলগাছীর চাকরাইল গ্রামে এক পরিবারকে প্রভাবশালীর নির্দেশে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। বসতঘরের সামনে নেটের বেড়া দিয়ে ওই পরিবারটিকে অরুদ্ধ করে রাখা হয়। তবে পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে মুক্তি পায় ওই পরিবার। আজ বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। 

অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে চাকরাইল গ্রামের কুলসুম বেগমের (৪৮) বসতঘরের সামনে কাঁটাতারের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয় একই গ্রামের বাবু (৫০) মিজানুর রহমান (৫০), শামিম (২৮), রেজ্জাক (৪৫), মিনা বেগমসহ (৪৫) ৫ জন প্রতিবেশী। 

এ ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য আমিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নেটের বেড়া তুলতে না পেরে বিষয়টি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনকে জানান। কিন্তু চেয়ারম্যানও এই বিষয়টি মীমাংসা করতে পারেননি। 

এরপর ভুক্তভোগী বদলগাছী থানায় লিখিত অভিযোগ করলে সন্ধ্যায় বদলগাছী থানার ইনচার্জ আতিকুল ইসলামের নেতৃত্বে এসআই কামরুল হাসান ও এসআই মেহেদী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের হস্তক্ষেপে অবরুদ্ধ বাড়ির সামনে থেকে নেটের বেড়া তুলে ফেলা হয়। 

স্থানীয় বাসিন্দা ফেরদৌস বলেন, গত ৪ মার্চ জমি নিয়ে কথা-কাটাকাটির জেরে প্রতিবেশী বাবু স্থানীয় প্রভাবশালী জালালের (৬৫) কথায় সেখানে বেড়া দেন। সকাল থেকে অবরুদ্ধ পরিবারের সদস্যরা পাশের বাড়িতে আশ্রয় গ্রহণ করে। 

এ ব‍্যাপারে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘আমি বেড়া সরাতে বললেও আমার কথা শোনেনি। আমার বিচার তারা মানেনি।’ 

এ ব‍্যাপারে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে থানায় উভয়ের সঙ্গে বসে মীমাংসার চেষ্টা চলছে। অবরুদ্ধ পরিবারের তারের বেড়া সরিয়ে দেওয়া হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত