পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে পরাজিত হয়ে নিজের ফেসবুক আইডিতে একের পর এক স্ট্যাটাস দিয়েছেন এজেডএম সেকেন্দার আলী মন্ডল। তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি। এক স্ট্যাটাসে সেকেন্দার আলী লিখেছেন, ‘ইভিএম মানেই ১০০℅ ভুয়া যাকে মন চায় তাকেই জিতানো সম্ভব।’
আজ ১৭ অক্টোবর রংপুর জেলা পরিষদের পঞ্চবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জেলা পরিষদের ৮ নং আসনে (পীরগঞ্জ) তিনিসহ ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সোমবার সকাল ৯টায় পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলে রংপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিরতিহীনভাবে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এতে ২১১ জন ভোটারের মধ্যে ২০৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ সদস্য পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এজেডএম সেকেন্দার আলী মন্ডল বৈদ্যুতিক পাখা প্রতীকে ৫ ভোট পান।
অপরদিকে ওই পদে তালা-চাবি প্রতীকে ৮৩ ভোট পাওয়া প্রার্থী আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হলে হাতি প্রতীকের প্রার্থী উপজেলার মিঠিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলী সরকারের সমর্থকরা বিশৃঙ্খলা করেন।
এদিকে নির্বাচনে পরাজিত হয়ে সেকেন্দার আলী মন্ডল ইভিএম নিয়ে এবং ফলাফল প্রকাশে সময়ক্ষেপণ করায় তাঁর ফেসবুক পেজে পরপর ৬টি স্ট্যাটাস দেন। তিনি একটি পোস্টে লিখেছেন, ‘পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চোরটার নাম ইভিএম।’
সেকেন্দার আলী মন্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগ করা এখন কঠিন। মনে হয় আমি আর আওয়ামী লীগ করব না। কারণ জীবন বাজি রেখে দল করছি। আর আওয়ামী লীগই আওয়ামী লীগের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আগামীতে চিন্তা ভাবনা করে রাজনীতি ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য করব।’
সেকেন্দার আরও বলেন, ‘ইভিএম এ ভোট গ্রহণের পর ফলাফল প্রকাশেও দেরি করা হয়। এ সময় আমার এজেন্ট প্রতিবাদও করেছে। পাশাপাশি ভোটের রেজাল্ট শিট প্রিন্টের না দিয়ে হাতে লেখা রেজাল্ট শিট দিয়েছে। আমরা প্রার্থীরা ভোট গণনার সময় থাকতে চাইলেও প্রিসাইডিং অফিসার থাকতে দেয়নি।’
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। পরাজিত হয়ে এলোমেলো কথা ফেসবুকে লিখে নিজের দুর্বলতা প্রকাশ করা ঠিক না। যিনি বিতর্কিত কথা লিখছেন, তিনি একজন দায়িত্বশীল মানুষ। আমরা এমন লেখা প্রত্যাশা করি না।’
নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদি কারও আপত্তি থাকে, তবে তিনি বিধি অনুযায়ী আইনের আশ্রয় নিতে পারেন।’
উল্লেখ্য, ২০১৩ সালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পীরগঞ্জ উপজেলা শাখার কাউন্সিলের মাধ্যমে এজেডএম সেকেন্দার আলী মন্ডল সভাপতি নির্বাচিত হন।
রংপুর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে পরাজিত হয়ে নিজের ফেসবুক আইডিতে একের পর এক স্ট্যাটাস দিয়েছেন এজেডএম সেকেন্দার আলী মন্ডল। তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি। এক স্ট্যাটাসে সেকেন্দার আলী লিখেছেন, ‘ইভিএম মানেই ১০০℅ ভুয়া যাকে মন চায় তাকেই জিতানো সম্ভব।’
আজ ১৭ অক্টোবর রংপুর জেলা পরিষদের পঞ্চবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জেলা পরিষদের ৮ নং আসনে (পীরগঞ্জ) তিনিসহ ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সোমবার সকাল ৯টায় পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলে রংপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিরতিহীনভাবে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এতে ২১১ জন ভোটারের মধ্যে ২০৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ সদস্য পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এজেডএম সেকেন্দার আলী মন্ডল বৈদ্যুতিক পাখা প্রতীকে ৫ ভোট পান।
অপরদিকে ওই পদে তালা-চাবি প্রতীকে ৮৩ ভোট পাওয়া প্রার্থী আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হলে হাতি প্রতীকের প্রার্থী উপজেলার মিঠিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলী সরকারের সমর্থকরা বিশৃঙ্খলা করেন।
এদিকে নির্বাচনে পরাজিত হয়ে সেকেন্দার আলী মন্ডল ইভিএম নিয়ে এবং ফলাফল প্রকাশে সময়ক্ষেপণ করায় তাঁর ফেসবুক পেজে পরপর ৬টি স্ট্যাটাস দেন। তিনি একটি পোস্টে লিখেছেন, ‘পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চোরটার নাম ইভিএম।’
সেকেন্দার আলী মন্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগ করা এখন কঠিন। মনে হয় আমি আর আওয়ামী লীগ করব না। কারণ জীবন বাজি রেখে দল করছি। আর আওয়ামী লীগই আওয়ামী লীগের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আগামীতে চিন্তা ভাবনা করে রাজনীতি ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য করব।’
সেকেন্দার আরও বলেন, ‘ইভিএম এ ভোট গ্রহণের পর ফলাফল প্রকাশেও দেরি করা হয়। এ সময় আমার এজেন্ট প্রতিবাদও করেছে। পাশাপাশি ভোটের রেজাল্ট শিট প্রিন্টের না দিয়ে হাতে লেখা রেজাল্ট শিট দিয়েছে। আমরা প্রার্থীরা ভোট গণনার সময় থাকতে চাইলেও প্রিসাইডিং অফিসার থাকতে দেয়নি।’
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। পরাজিত হয়ে এলোমেলো কথা ফেসবুকে লিখে নিজের দুর্বলতা প্রকাশ করা ঠিক না। যিনি বিতর্কিত কথা লিখছেন, তিনি একজন দায়িত্বশীল মানুষ। আমরা এমন লেখা প্রত্যাশা করি না।’
নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদি কারও আপত্তি থাকে, তবে তিনি বিধি অনুযায়ী আইনের আশ্রয় নিতে পারেন।’
উল্লেখ্য, ২০১৩ সালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পীরগঞ্জ উপজেলা শাখার কাউন্সিলের মাধ্যমে এজেডএম সেকেন্দার আলী মন্ডল সভাপতি নির্বাচিত হন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা পারভীন বলেন, সেলীম রেজা ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত আসামি। নিয়ম অনুযায়ী, ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ার পরই তাঁর সাময়িক বরখাস্ত হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে মামলার চার্জশিট
৭ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়ায় খাসি (খাসিয়া) সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে উৎসবটি হয়।
২৫ মিনিট আগে৪৬ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৭ মিনিট আগেজামালপুরের চরাঞ্চলে শীতকালীন সবজির বাগানে বিপর্যয় দেখা দিয়েছে। এই মৌসুমে একদিকে অতিরিক্ত বৃষ্টি, অন্যদিকে খরার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সবজি গাছ মরে যাচ্ছে। কৃষকদের অভিযোগ, এই সময়ে কৃষি বিভাগের কোনো সহায়তা পাননি তাঁরা।
৩০ মিনিট আগে