পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের ফিরোজ মিয়া ফেরেস (২২) হত্যা মামলার ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা ফিরোজের বন্ধু। আজ রংপুরের জেলা দায়রা জজ আদালতের বিচারক তৌহিদুর রহমান এ রায় দেন। এ সময় আদালতে ৪ আসামি উপস্থিত ছিলেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের কাবিলাপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে ফিরোজ মিয়া ফেরেসকে ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ১১ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মাষাণকুড়া নদী সংলগ্ন নির্মাণাধীন একটি গুচ্ছগ্রামে মাটি চাপা দেওয়া একজনের লাশ মাটি খুঁড়ে বের করে কুকুর। লাশ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ সময় এটি ফেরেসের লাশ বলে শনাক্ত করেন তার পরিবারের লোকজন।
পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে টিপু, শাহিন মিয়া, সুলতান হোসেন ও জাহিদুল ইসলাম নামে ৪ বন্ধুকে আটক করে। এদের মধ্যে শাহিন মিয়া ও জাহিদুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। টাকা হাতিয়ে নিতেই পরিকল্পিতভাবে ফিরোজ মিয়া ফেরেসকে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখা হয় বলে জবানবন্দীতে স্বীকার করেছেন।
নিহত ফেরেসের চাচা রকি মিয়া বলেন, আমরা সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছি। তারপরও এই রায়ে আমরা খুশি।
বাদী পক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন রংপুর আইন জিবি সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক।
রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের ফিরোজ মিয়া ফেরেস (২২) হত্যা মামলার ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা ফিরোজের বন্ধু। আজ রংপুরের জেলা দায়রা জজ আদালতের বিচারক তৌহিদুর রহমান এ রায় দেন। এ সময় আদালতে ৪ আসামি উপস্থিত ছিলেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের কাবিলাপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে ফিরোজ মিয়া ফেরেসকে ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ১১ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মাষাণকুড়া নদী সংলগ্ন নির্মাণাধীন একটি গুচ্ছগ্রামে মাটি চাপা দেওয়া একজনের লাশ মাটি খুঁড়ে বের করে কুকুর। লাশ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ সময় এটি ফেরেসের লাশ বলে শনাক্ত করেন তার পরিবারের লোকজন।
পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে টিপু, শাহিন মিয়া, সুলতান হোসেন ও জাহিদুল ইসলাম নামে ৪ বন্ধুকে আটক করে। এদের মধ্যে শাহিন মিয়া ও জাহিদুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। টাকা হাতিয়ে নিতেই পরিকল্পিতভাবে ফিরোজ মিয়া ফেরেসকে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখা হয় বলে জবানবন্দীতে স্বীকার করেছেন।
নিহত ফেরেসের চাচা রকি মিয়া বলেন, আমরা সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছি। তারপরও এই রায়ে আমরা খুশি।
বাদী পক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন রংপুর আইন জিবি সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক।
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার ২টি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
২ মিনিট আগেক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। ওই বাসার সাবেক কেয়ারটেকারই ‘তল্লাশি’ করতে জনগণকে উসকানি দিয়েছে।
১১ মিনিট আগেযশোর জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার রওনক জাহান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে...
২৩ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় গতকাল মঙ্গলবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত দুজন হলেন টঙ্গী পূর্ব থানার মরকুন মাস্টারপাড়া...
২৮ মিনিট আগে