Ajker Patrika

টাকার জন্য হত্যা, ৪ বন্ধুর যাবজ্জীবন কারাদণ্ড

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
টাকার জন্য হত্যা, ৪ বন্ধুর যাবজ্জীবন কারাদণ্ড

রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের ফিরোজ মিয়া ফেরেস (২২) হত্যা মামলার ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা ফিরোজের বন্ধু। আজ রংপুরের জেলা দায়রা জজ আদালতের বিচারক তৌহিদুর রহমান এ রায় দেন। এ সময় আদালতে ৪ আসামি উপস্থিত ছিলেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের কাবিলাপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে ফিরোজ মিয়া ফেরেসকে ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ১১ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মাষাণকুড়া নদী সংলগ্ন নির্মাণাধীন একটি গুচ্ছগ্রামে মাটি চাপা দেওয়া একজনের লাশ মাটি খুঁড়ে বের করে কুকুর। লাশ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ সময় এটি ফেরেসের লাশ বলে শনাক্ত করেন তার পরিবারের লোকজন।

পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে টিপু, শাহিন মিয়া, সুলতান হোসেন ও জাহিদুল ইসলাম নামে ৪ বন্ধুকে আটক করে। এদের মধ্যে শাহিন মিয়া ও জাহিদুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। টাকা হাতিয়ে নিতেই পরিকল্পিতভাবে ফিরোজ মিয়া ফেরেসকে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখা হয় বলে জবানবন্দীতে স্বীকার করেছেন।

নিহত ফেরেসের চাচা রকি মিয়া বলেন, আমরা সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছি। তারপরও এই রায়ে আমরা খুশি।

বাদী পক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন রংপুর আইন জিবি সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত