Ajker Patrika

টাকা নেউক, বিকালে ডাক্তার পাইছি: সেবাগ্রহীতা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২৩, ২১: ৪৬
টাকা নেউক, বিকালে ডাক্তার পাইছি: সেবাগ্রহীতা

‘বিকালে হঠাৎ করি প্যাটোত বিশ (পেট ব্যথা) উঠে। তাড়াতাড়ি ভ্যানোত (ভ্যান) উঠি হাসপাতাল আসি। ভয়, ছিনু ডাক্তার আছে না নাই। কিন্তু হাসপাতালে আসি দেখি ডাক্তার আছে। ২০০ টাকা নিয়া ডাক্তার দেখিল। সরকারি হাসপাতালোত তো টাকা লাগে না। তার পরও টাকা নিল। টাকা নেউক, ডাক্তার তো দেখেবার পারছু।’ 

গতকাল বৃহস্পতিবার নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসাসেবা গ্রহণ শেষে মহসিন আলী (৫৫) নামের এক রোগী আজকের পত্রিকাকে কথাগুলো জানান।

মহসিন আলী জানান, ডাক্তার বলেছে এখন থেকে শুক্রবার বাদে সপ্তাহে ছয় দিন বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ভিজিট দিয়ে হাসপাতালে ডাক্তার দেখানো যাবে। ভিজিট দিয়েও তিনি বিকেলে ডাক্তার দেখানোর পক্ষে। তার বাড়ি হাসপাতাল থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে উত্তর গোমনাতিতে। সকালে হাসপাতালে বিনা মূল্যে ডাক্তার দেখানো যায়। বিকেলে কারও সমস্যা হলে রাতে ছাড়া ডাক্তার পাওয়া যায় না। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরতে গভীর রাত হয়ে যায়।

চিকনমাটি এলাকার ইয়াছিন আরাফাত (২২) বলেন, ‘আমি বাথরুম থেকে পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পাই। হাসপাতালে অর্থোপেডিকস সার্জনকে ৩০০ টাকা ভিজিট দিয়ে দেখিয়েছি। চেম্বারে সার্জনরা ৬০০-৭০০ টাকা ভিজিট নেন। আবার তাঁদের দেখাতে অনেক রাতে হয়ে যায়।’

মটুকপুর এলাকার রোগী তাহেরা বেগম (৪০) বলেন, ‘আমরা চাই হাসপাতালে সব সময় ডাক্তার থাকুক। তবে যেন ভিজিট নেওয়া না হয়। বৈকালিক চিকিৎসাসেবার বিষয়টি এখনো অধিকাংশ মানুষ জানে না বলে অনেকেই অভিযোগ করেন। এই সেবা কার্যক্রমের প্রচারণা চালানো দরকার।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রায়হান বারী বলেন,  ‘প্রথম দিনেই ১৪ জন রোগী হয়েছে। আর বৈকালিক চিকিৎসাসেবার বিষয়টি বিভিন্নভাবে আমরা প্রচারণা শুরু করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত