হিলি (দিনাজপুর) প্রতিনিধি
সরকার ভোজ্যতেলের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করে নিলেও দিনাজপুরের হিলিতে বাড়তি মূল্যে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। সেই সঙ্গে চাহিদামতো বোতলজাত তেল মিলছে না। রমজান মাসের আগেই তেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ক্রেতারা। দেশের বিভিন্ন পাইকারি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে নতুন তেল আসেনি। তাই আগে বাড়তি দামে কিনে আনা তেল বেশি দিয়ে বিক্রি করা হচ্ছে বলে দাবি করেছেন বিক্রেতারা।
হিলি বাজারে তেল কিনতে আসা রবিউল ইসলাম বলেন, আগে যে তেল ৮৪ থেকে ৮৮ টাকা লিটার ছিল, এখন সেটি বাড়তে বাড়তে ১৮০ টাকা লিটার হয়েছে। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, কীভাবে চলব আর কীভাবে এতদাম দিয়ে তেল কিনে খাব? আমাদের আয় সীমিত। এখনো করোনার ধকলের কারণে কাজ খুঁজে পাচ্ছি না। তার মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে আমরা অসহায় হয়ে পড়েছি।
তেল কিনতে আসা মানিক মিয়া বলেন, আমরা শুনেছি সরকার ১৩৬ টাকা কেজি তেলের দাম নির্ধারণ করে দিয়েছে। আমরা বাজারে গিয়ে সেই দামে তো তেল পাচ্ছি না। আমাদের ১৮০ টাকা কেজি দরে তেল কিনতে হচ্ছে। দামের কারণে তেল কিনতে মন না চাইলেও প্রয়োজনের খাতিরে কিনতে হচ্ছে। তবে খুব কষ্ট হচ্ছে। দ্রুত যেন তেলের বাজার নিয়ন্ত্রণ করা হয় সরকারের কাছে এটি আমাদের দাবি। না হলে রমজান মাসে আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে।
হিলি বাজারের খুচরা তেল বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, সরকার তেলের যে মূল্য ঘোষণা করেছেন আমরা এখনো সেই নতুন দামে তেল কিনতে পারছি না। যার কারণে আমাদের আগের মূল্যে কেনা তেল ১৬৫ টাকায় বিক্রি করছি। বর্তমানে নতুন করে তেল না আসায় আগের যা আছে সেগুলোই বিক্রি করা হচ্ছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, যারা তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করেন আমরা সে সমস্ত দোকানে গিয়ে তাঁদের মজুত পরীক্ষা করেছি। কোনো ব্যবসায়ী যাতে অতিরিক্ত মূল্যে তেল বিক্রি না করে সেটি আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি।
নির্বাহী কর্মকর্তা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে কেউ যদি লাভের আশায় কোনো ধরনের কারসাজি করে তাহলে তাঁর বিরুদ্ধে যথাযথ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সবাইকে সতর্ক করা হয়েছে।
সরকার ভোজ্যতেলের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করে নিলেও দিনাজপুরের হিলিতে বাড়তি মূল্যে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। সেই সঙ্গে চাহিদামতো বোতলজাত তেল মিলছে না। রমজান মাসের আগেই তেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ক্রেতারা। দেশের বিভিন্ন পাইকারি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে নতুন তেল আসেনি। তাই আগে বাড়তি দামে কিনে আনা তেল বেশি দিয়ে বিক্রি করা হচ্ছে বলে দাবি করেছেন বিক্রেতারা।
হিলি বাজারে তেল কিনতে আসা রবিউল ইসলাম বলেন, আগে যে তেল ৮৪ থেকে ৮৮ টাকা লিটার ছিল, এখন সেটি বাড়তে বাড়তে ১৮০ টাকা লিটার হয়েছে। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, কীভাবে চলব আর কীভাবে এতদাম দিয়ে তেল কিনে খাব? আমাদের আয় সীমিত। এখনো করোনার ধকলের কারণে কাজ খুঁজে পাচ্ছি না। তার মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে আমরা অসহায় হয়ে পড়েছি।
তেল কিনতে আসা মানিক মিয়া বলেন, আমরা শুনেছি সরকার ১৩৬ টাকা কেজি তেলের দাম নির্ধারণ করে দিয়েছে। আমরা বাজারে গিয়ে সেই দামে তো তেল পাচ্ছি না। আমাদের ১৮০ টাকা কেজি দরে তেল কিনতে হচ্ছে। দামের কারণে তেল কিনতে মন না চাইলেও প্রয়োজনের খাতিরে কিনতে হচ্ছে। তবে খুব কষ্ট হচ্ছে। দ্রুত যেন তেলের বাজার নিয়ন্ত্রণ করা হয় সরকারের কাছে এটি আমাদের দাবি। না হলে রমজান মাসে আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে।
হিলি বাজারের খুচরা তেল বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, সরকার তেলের যে মূল্য ঘোষণা করেছেন আমরা এখনো সেই নতুন দামে তেল কিনতে পারছি না। যার কারণে আমাদের আগের মূল্যে কেনা তেল ১৬৫ টাকায় বিক্রি করছি। বর্তমানে নতুন করে তেল না আসায় আগের যা আছে সেগুলোই বিক্রি করা হচ্ছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, যারা তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করেন আমরা সে সমস্ত দোকানে গিয়ে তাঁদের মজুত পরীক্ষা করেছি। কোনো ব্যবসায়ী যাতে অতিরিক্ত মূল্যে তেল বিক্রি না করে সেটি আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি।
নির্বাহী কর্মকর্তা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে কেউ যদি লাভের আশায় কোনো ধরনের কারসাজি করে তাহলে তাঁর বিরুদ্ধে যথাযথ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সবাইকে সতর্ক করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে