বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে আত্রাই নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করা ও নতুন করে বালুমহাল ইজারা না দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বেলা ১১টার দিকে উপজেলার শতগ্রাম ইউনিয়নের আত্রাই নদীর ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট বালু মহলের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় তিন শতাধিক কৃষক অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন, শতগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল সালাম, ঝাড়বাড়ী কলেজের সাবেক সহকারী অধ্যক্ষ মোশাররফ হোসেন, কৃষক আবু বক্কর সিদ্দিক, আব্দুল মতিন, আরশেদ আলী প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, আত্রাই নদী পাড়ের জমিতে পাট, ধান, সরিষা, ভুট্টাসহ বিভিন্ন সবজি চাষ করা হয়। এখানকার মানুষ জীবিকা নির্বাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই চরের ফসল। সরকারিভাবে বালুমহাল থেকে দীর্ঘ দিন ধরে অপরিকল্পিতভাবে অবাধে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। এতে ইতিমধ্যে প্রায় ২০০ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে শত শত বিঘা আবাদি জমি। এ নিয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
বক্তারা আরও বলেন, ড্রাম ট্রাক ও ট্রাক্টর দিয়ে প্রতিদিন ২০০ শতাধিক গাড়িতে করে এখান থেকে বালু নিয়ে যাওয়া হচ্ছে। এতে স্থানীয় রাস্তাঘাটের পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। গাড়ির শব্দ আর ধুলাবালিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গত বছর ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
মানববন্ধনে শিগগিরই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকিও দেন বক্তারা।
দিনাজপুরের বীরগঞ্জে আত্রাই নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করা ও নতুন করে বালুমহাল ইজারা না দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বেলা ১১টার দিকে উপজেলার শতগ্রাম ইউনিয়নের আত্রাই নদীর ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট বালু মহলের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় তিন শতাধিক কৃষক অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন, শতগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল সালাম, ঝাড়বাড়ী কলেজের সাবেক সহকারী অধ্যক্ষ মোশাররফ হোসেন, কৃষক আবু বক্কর সিদ্দিক, আব্দুল মতিন, আরশেদ আলী প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, আত্রাই নদী পাড়ের জমিতে পাট, ধান, সরিষা, ভুট্টাসহ বিভিন্ন সবজি চাষ করা হয়। এখানকার মানুষ জীবিকা নির্বাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই চরের ফসল। সরকারিভাবে বালুমহাল থেকে দীর্ঘ দিন ধরে অপরিকল্পিতভাবে অবাধে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। এতে ইতিমধ্যে প্রায় ২০০ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে শত শত বিঘা আবাদি জমি। এ নিয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
বক্তারা আরও বলেন, ড্রাম ট্রাক ও ট্রাক্টর দিয়ে প্রতিদিন ২০০ শতাধিক গাড়িতে করে এখান থেকে বালু নিয়ে যাওয়া হচ্ছে। এতে স্থানীয় রাস্তাঘাটের পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। গাড়ির শব্দ আর ধুলাবালিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গত বছর ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
মানববন্ধনে শিগগিরই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকিও দেন বক্তারা।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে