দুধ দিয়ে ইউপি কার্যালয় ধুয়ে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১৭: ৫৯
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৮: ০১

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পার দায়িত্ব গ্রহণের আগে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে যান রবিউল ইসলাম সাহিন। সেখানে গিয়ে দুধ ও পানি দিয়ে ইউপি কার্যালয় ধুয়ে শুদ্ধ করে নেন। এ ঘটনার একটি লাইভ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে উপজেলাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। 

গতকাল শনিবার বিকেলে নীলফামারী ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, পরিষদের কার্যালয়ের ভেতরে ১০-১৫ জন যুবক একটি বালতিতে পানি ও দুধ মিশিয়ে ইউনিয়ন পরিষদের মেঝে ও সাবেক চেয়ারম্যানের ব্যবহৃত আসবাবপত্র ধুয়ে শুদ্ধ করছে। এ সময় তাঁদের বলতে শোনা যায়, ‘ইউনিয়ন পরিষদকে দালাল, দুর্নীতিমুক্ত ও পবিত্র করতে শুদ্ধিকরণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।’ 

এর আগে গত ২৪ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ে উপজেলার ৩টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের সঙ্গে শপথ গ্রহণ করেন রবিউল ইসলাম সাহিন। আজ রোববার তিনি ইউপি কার্যালয়ে মিলাদ পড়িয়ে, ফিতা কেটে পরিষদের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় সাবেক চেয়ারম্যান ময়নুল হক সেখানে উপস্থিত ছিলেন না। পরিষদ সচিবের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। 

প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ জুলাই টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ময়নুল হককে পরাজিত করে বিজয়ী হোন বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম শাহিন। তিনি ওই ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান। 

এর আগে ২০১৮ সালের ইউপি নির্বাচনে রবিউলকে হারিয়ে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান হয়েছিলেন ময়নুল হক। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। 

স্থানীয় বাসিন্দা তুহিন ইসলাম, মনোয়ারসহ আরও অনেকে বলেন, নব নির্বাচিত চেয়ারম্যানের লোকজন বালতিসহ ইউপি কার্যালয় ধোয়া-মোছা করে। দুধ দিয়ে ইউপি কার্যালয়সহ পুরো চত্বর ধোয়া-মোছার কাজ করে। 

এদিকে এ ঘটনায় তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাবেক চেয়ারম্যান ন্যায় পরায়ন ও দক্ষ বিচারক ছিলেন। 

টেপাখড়িবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বলেন, ‘আগে বিভিন্ন মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর দুধ দিয়ে গোসল করার ভিডিও দেখেছি। কিন্তু ইউপি কার্যালয় বা অফিস দুধ দিয়ে ধৌত করে এমনটি প্রথম দেখলাম। বিষয়টি অত্যন্ত ন্যক্কারজনক। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ 

দুধ ও পানি দিয়ে ইউপি কার্যালয় ধোয়া হচ্ছেইউপি কার্যালয় দুধ দিয়ে শুদ্ধ করাদের একজন মিজানুর রহমান বলেন, ‘কার্যালয় শুদ্ধ করার জন্য দুধ দিয়ে ধৌত করা হয়েছে। পরিষদকে দুর্নীতি ও দালালমুক্ত করা আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল।’ 

এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন বলেন, ‘আমি প্রোগ্রামে আছি। প্রোগ্রাম করব, না আপনাদের প্রশ্নের উত্তর দেব?’ এ কথা বলে ফোন বলেন সংযোগ বিচ্ছিন্ন করেন। 

সাবেক ইউপি চেয়ারম্যান ময়নুল হক বলেন, ‘ইউপি কার্যালয় দুধ দিয়ে শুদ্ধ করে পুরো ইউনিয়নবাসীকে অপমান করা হয়েছে। দায়িত্ব গ্রহণের সময়ও আমাকে জানানো হয়নি।’ 

ময়নুল হক আরও বলেন, ‘নির্বাচনে মাত্র ২১০ ভোটের ব্যবধানে হেরেছি। আমি খারাপ হলে মানুষ আমাকে এত ভোট দিত না। চেয়ারম্যান হিসেবে কোনো দিন কাউকে অসম্মান করিনি। এই মানহানির জন্য দোষীদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত