ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলায় রেনু আক্তার (২৮) নামের এক গৃহবধূর জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার চিলাহাটি কারেঙ্গাতলী এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার খায়রুল ইসলামের মেয়ে ও গোলাম মোস্তফা বুলুর স্ত্রী। পরিবারের দাবি স্বামী গোলাম মোস্তফা বুলুই রেনুকে হত্যা করে পালিয়েছে। এই ঘটনার পর গোলাম মোস্তফা বুলুও পলাতক রয়েছেন।
এ নিয়ে রেনুর ছোট বোন খাদিজা আক্তার মনি বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে চিলাহাটিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে আমার বোন ও দুলাভাই বাচ্চাদের নিয়ে তাদের নতুন বাড়িতে যায়। সেখানে রান্না করার কোনো ব্যবস্থা না থাকায় দুলাভাইকে ফোন দিয়ে বলি, রাতের খাবার নিয়ে আমি যাচ্ছি আপনাদের ওখানে। দুলাভাই আমাকে বলে, তোমাকে আসতে হতে না। আমিই যাচ্ছি। আমাকে তিনি তাদের নতুন বাড়িতে যেতে দেননি। হয়তো তিনি আমার বোনকে মেরে ফেলেছেন। কিংবা মেরে ফেলবেন। তাই আমাকে সেখানে যেতে দেন নাই।’
রেনুর বাবা খায়রুল ইসলাম জানান, ‘প্রায় ৯ থেকে ১০ বছর আগে সৈয়দপুর উপজেলার মিস্ত্রী পাড়া এলাকায় গোলাম মোস্তফা বুলুর সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। বুলু রেলওয়ের খালাসি হিসাবে চাকরি করত। বুলুই আমার মেয়েকে মেরে ফেলে পালিয়ে গেছেন। তাঁকে কোথাও খুঁজেও পাওয়া যাচ্ছে না।’
এ নিয়ে জানতে চাইলে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রেনুর বাবা দাবি করছেন স্বামী বুলুই তাঁর মেয়েকে হত্যা করেছে। তার বুলুকেও আমরা খুঁজে পাওয়া যায়নি। হত্যা মামলা গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
নীলফামারীর ডোমার উপজেলায় রেনু আক্তার (২৮) নামের এক গৃহবধূর জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার চিলাহাটি কারেঙ্গাতলী এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার খায়রুল ইসলামের মেয়ে ও গোলাম মোস্তফা বুলুর স্ত্রী। পরিবারের দাবি স্বামী গোলাম মোস্তফা বুলুই রেনুকে হত্যা করে পালিয়েছে। এই ঘটনার পর গোলাম মোস্তফা বুলুও পলাতক রয়েছেন।
এ নিয়ে রেনুর ছোট বোন খাদিজা আক্তার মনি বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে চিলাহাটিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে আমার বোন ও দুলাভাই বাচ্চাদের নিয়ে তাদের নতুন বাড়িতে যায়। সেখানে রান্না করার কোনো ব্যবস্থা না থাকায় দুলাভাইকে ফোন দিয়ে বলি, রাতের খাবার নিয়ে আমি যাচ্ছি আপনাদের ওখানে। দুলাভাই আমাকে বলে, তোমাকে আসতে হতে না। আমিই যাচ্ছি। আমাকে তিনি তাদের নতুন বাড়িতে যেতে দেননি। হয়তো তিনি আমার বোনকে মেরে ফেলেছেন। কিংবা মেরে ফেলবেন। তাই আমাকে সেখানে যেতে দেন নাই।’
রেনুর বাবা খায়রুল ইসলাম জানান, ‘প্রায় ৯ থেকে ১০ বছর আগে সৈয়দপুর উপজেলার মিস্ত্রী পাড়া এলাকায় গোলাম মোস্তফা বুলুর সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। বুলু রেলওয়ের খালাসি হিসাবে চাকরি করত। বুলুই আমার মেয়েকে মেরে ফেলে পালিয়ে গেছেন। তাঁকে কোথাও খুঁজেও পাওয়া যাচ্ছে না।’
এ নিয়ে জানতে চাইলে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রেনুর বাবা দাবি করছেন স্বামী বুলুই তাঁর মেয়েকে হত্যা করেছে। তার বুলুকেও আমরা খুঁজে পাওয়া যায়নি। হত্যা মামলা গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
১ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে