Ajker Patrika

জরুরি কাজ ছাড়া অফিস করেন না উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা

প্রতিনিধি
জরুরি কাজ ছাড়া অফিস করেন না উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা

নবাবগঞ্জ (দিনাজপুর): দিনাজপুর নবাবগঞ্জ উপজেলায় জরুরি কোন কাজ না থাকলে মাসের বেশির ভাগ দিনই অফিস করেন না উপ-সহকারী পাট কর্মকর্তা মো. জাহিদ হোসেন পারভেজ। আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরের ওই কার্যালয়ে গেলে অফিস কক্ষ তালাবদ্ধ দেখা যায়। এ ছাড়া কক্ষের ফটকে সাঁটানো নাম প্লেটে আগের কর্মকর্তার নাম দেখা যায়। এর আগে রোববার, সোমবারও গিয়ে একই চিত্র পাওয়া যায়।

উপজেলা বিনোদনগর ইউনিয়নের দীঘিপাড়া গ্রামের পাট চাষি মুশফিকুর রহমান জানান, বেশির ভাগ দিনই পাট কর্মকর্তার অফিস বন্ধ থাকে। এতে করে তারা বিপাকে পড়েছেন বলে জানান তিনি।

মুঠোফোনে উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদ হোসেন পারভেজ জানান, নবাবগঞ্জ ছাড়াও জেলার আরও একটি উপজেলার দায়িত্বে আছি, দিনাজপুর সদরে বাসা হওয়ায় বিশেষ কোনো কাজ না থাকলে তেমন যাওয়া হয় না।

জেলা পাট কর্মকর্তার দীলিপ কুমার মালাকার জানান, তিনি নতুন যোগদান করেছেন। অনেক কিছু জানেন না। বর্ষা মৌসুমের জন্য বোধ হয় অনিয়মিত হচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম জানান, সম্ভবত উনি এখানে অতিরিক্ত দায়িত্বে আছে, তাই নিয়মিত আসতে পারেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত