Ajker Patrika

ভাতিজার রক্তাক্ত শরীর দেখে ফুফুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
ভাতিজার রক্তাক্ত শরীর দেখে ফুফুর মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটের কিশামত পুনকর গ্রামের এনামুল হক (৩০) নামের এক যুবকের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করেন একই গ্রামের রাশেদুল ইসলাম নামের এক তরুণ। গুরুতর আহত এনামুল হকের রক্তাক্ত শরীর দেখে তাঁর ফুপু মিনা বেগম হার্ট অ্যাটাক করে মারা গেছেন। 

ঘটনাটি গতকাল বুধবার রাতের। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর সত্যতা নিশ্চিত করেছেন। রাশেদুল ইসলামকে এরই মধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আর্থিক লেনদেনের জেরে বুধবার রাতে কিশামত পুনকর গ্রামের এনামুল হকের সঙ্গে একই গ্রামের রাশেদুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাশেদুলের ছুরিকাঘাতে এনামুল গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে দৌড়ে আসেন এনামুলের ফুফু মিনা বেগম (৪৮)। এ সময় ভাতিজার রক্তাক্ত দেহ দেখে সেখানেই সংজ্ঞা হারান মিনা বেগম। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী রাশেদুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

এ বিষয়ে রাজারহাট থানার ওসি রাজু সরকার বলেন, ‘ভাতিজাকে রক্তাক্ত অবস্থায় দেখে মিনা বেগম হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে জানতে পেরেছি। অভিযুক্ত রাশেদুলকে বুধবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আহত এনামুলের বড় ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত