Ajker Patrika

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল ইমনের

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২২, ১৩: ০৬
মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল ইমনের

কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইমন মিয়া (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার রাজারহাট-তিস্তা সড়কের শরিফ সিনেমা হলসংলগ্ন কালভার্টে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একই মোটরসাইকেলে থাকা লাদেন ওরফে রায়হান (২০) নামে অপর এক আরোহী আহত হয়েছেন। 

রাজারহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, নিহত ইমন মিয়া জেলা সদরের মোঘলবাসা ইউনিয়নের চরসিতাইঝাড় এলাকার দুলাল মিয়ার ছেলে। ইমন তার কয়েকজন বন্ধুসহ মোটরসাইকেলযোগে বান্দরবান-ঢাকা হয়ে কুড়িগ্রামে ফিরছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ রবিবার সকালে ইমন ও তাঁর বন্ধুরা চারটি মোটরসাইকেলে ভ্রমণ শেষে একসঙ্গে কুড়িগ্রামে ফিরছিলেন। ইমন মোটরসাইকেল নিয়ে রাজারহাট শরীফ সিনেমা হলসংলগ্ন এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের রেলিংয়ে ধাক্কা লেগে পড়ে যান। এ সময় ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় অপর আরোহী রায়হান আহত হন। 

এ বিষয়ে রাজারহাট থানার পুলিশ পরিদর্শক পবিত্র কুমার জানান, নিহত ইমন তাঁর কয়েকজন সঙ্গীসহ মোটরসাইকেল ভ্রমণ শেষে কুড়িগ্রাম ফিরছিলেন। নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত