পরিবর্তন হচ্ছে রূপসা ও সীমান্ত এক্সপ্রেসের লক্কড়-ঝক্কড় কোচ 

রেজা মাহমুদ, সৈয়দপুর (নীলফামারী)
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ২০: ২৪

নীলফামারীর সৈয়দপুর হয়ে খুলনা-চিলাহাটি (পঞ্চগড়) রুটে চলাচলকারী আন্তনগর ট্রেন রূপসা ও সীমান্ত এক্সপ্রেসের পুরোনো লক্কড়-ঝক্কড় কোচগুলো পরিবর্তন করা হচ্ছে। আগামী ৫ জানুয়ারি থেকে ট্রেন দুটির রেকে (ট্রেনের সব কোচ) আধুনিক সুবিধাসম্পন্ন নতুন কোচ যুক্ত করা হবে। এ ছাড়া বাড়ানো হয়েছে কোচ ও আসনসংখ্যা। 

গত সোমবার বাংলাদেশ রেলওয়ের রাজশাহীর জেনারেল ম্যানেজারের (পশ্চিম) পক্ষে সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল এক অফিস আদেশে সই করেন। আদেশে খুলনা-চিলাহাটি রুটে প্রতিস্থাপনের মাধ্যমে রূপসা ও সীমান্ত চলাচল ও পরিচালনার নির্দেশ দেওয়া হয়। এই ট্রেন দুটি আগামী ৫ জানুয়ারি থেকে খুলনা থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে। আজ বুধবার বিকেলে এসব বিষয় নিশ্চিত করেন সৈয়দপুর স্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম রতন। 

রেলওয়ে সূত্র জানায়, পশ্চিমাঞ্চল রেলওয়ের সবচেয়ে ব্যবসাসফল ও যাত্রীদের কাছে জনপ্রিয় রূপসা ও সীমান্ত এক্সপ্রেস। ট্রেন দুটির কোচগুলো ২০০৬ সালে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়। প্রথমে সেগুলো ঢাকা-রাজশাহী, ঢাকা-চিলাহাটি ও চট্টগ্রাম-ঢাকা রুটে যুক্ত করা হয়। অনুপযোগী হয়ে পড়ায় সেগুলো ২০১৭ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ দীর্ঘ রেলপথ খুলনা থেকে চিলাহাটির মধ্যে চলাচলকারী ট্রেন দুটিতে যুক্ত করা হয় ফিটনেস না থাকা এসব কোচ। জরাজীর্ণ কোচ ব্যবহার করে বর্তমানে ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন দুটি। 

আশানুরূপ যাত্রীসেবা না মেলায় যাত্রীরা অনেক দিন ধরে ট্রেন দুটিতে নতুন কোচ সংযোজনের দাবি জানিয়ে আসছিলেন। এ নিয়ে গত ২৬ নভেম্বর ‘ঝুঁকি নিয়ে চলছে দুই আন্তনগর ট্রেন’ শিরোনামে আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এ ছাড়া প্রতিবেদনটি নিয়ে সম্পাদকীয়ও করা হয়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে বলে জানান রেলওয়ের লোকজন। 

রেলওয়ে পাকশী বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) শাহ্ সুফী নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্ত ও রূপসা এক্সপ্রেসে রেক পরিবর্তন করে নতুন আধুনিক সুবিধাসম্পন্ন কোচ যুক্ত করা হচ্ছে। এতে যাত্রীদের সেবার মান বাড়বে।’ 

সৈয়দপুর রেলওয়ে স্টেশনমাস্টার ওবাইদুল ইসলাম রতন জানান, ইতিমধ্যে কোচ পরিবর্তনের প্রস্তুতি শুরু করা হয়েছে। নতুন করে আসনবিন্যাস করা হচ্ছে। সে অনুসারে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত