Ajker Patrika

আওয়ামী লিগ নামে নতুন দলের নিবন্ধন চাওয়া উজ্জল রায়ের ‘মাথায় সমস্যা’

দিনাজপুর ও ফুলবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৭: ২৫
‘আওয়ামী লিগ’ নামের নতুন দল নিবন্ধনের আবেদনকারী উজ্জল রায়ের বাড়ি। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে। ছবি: আজকের পত্রিকা
‘আওয়ামী লিগ’ নামের নতুন দল নিবন্ধনের আবেদনকারী উজ্জল রায়ের বাড়ি। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে। ছবি: আজকের পত্রিকা

‘আওয়ামী লিগ’ নামে নতুন দল নিবন্ধনের জন্য আবেদনকারী উজ্জল রায় অসুস্থ বলে জানিয়েছেন তাঁর বাবা নরেশ চন্দ্র রায়। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে উজ্জলের মাথায় সমস্যা আছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একজনের নিউরো সার্জনের কাছে চিকিৎসাও নিয়েছে। গতকাল বুধবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের (উলিপুর) রামচন্দ্রপুর গ্রামে গিয়ে তাঁর কাছ থেকে আজকের পত্রিকা এসব তথ্য জেনেছে। নরেশ চন্দ্র রায়ের ছেলে তিনি। ২০১৬ সালে রংপুরে ছেলের চিকিৎসা করানোর কাগজপত্রও দেখান তিনি।

এর আগে গত সোমবার ‘আওয়ামী লিগ’ নামের নতুন দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) একটি আবেদন জমা পড়ে। দলটির প্রতীক চাওয়া হয়েছে নৌকা বা ইলিশ। একজন নির্বাচিত সংসদ সদস্যের পরিচয় যুক্ত করার শর্ত পূরণ করে আবেদন করা হয়েছে। দলের একক সংগঠক ও একমাত্র সদস্য দাবি করে নিবন্ধন আবেদন করেছেন উজ্জল রায়।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নরেশ চন্দ্র রায় ও পারুল রানী দম্পতির ছেলে উজ্জল রায়। নরেশ চন্দ্র একজন কৃষক। উজ্জলের দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় প্রতিমা রানী, তাঁর বিয়ে হয়েছে দিনাজপুর সদরের কাউগা এলাকায়। মেজ ভাই কনক সাহা পঞ্চগড়ে একটি এনজিওতে ক্যাশিয়ার পদে চাকরি করেন এবং পরিবারসহ সেখানেই থাকেন। সবার ছোট উজ্জল রায় বাড়িতে তাঁর বাবা–মায়ের সঙ্গে থাকেন। উজ্জল স্থানীয় ঢাকুলা আদর্শ বিদ্যালয় থেকে পরপর তিনবার পরীক্ষা দেওয়ার পর এসএসসি পাস করেন। এরপর তিনি কোনো কলেজে ভর্তি হয়েছেন কি না, তা পরিবার কিংবা প্রতিবেশী কেউ জানে না।

উজ্জলের বাবা নরেশ চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমার দুই ছেলে এক মেয়ের মধ্যে সবার ছোট উজ্জল। সে আমাদের সঙ্গে বাড়িতে থাকে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। মেজ ছেলে পঞ্চগড়ে চাকরি করে, সেখানেই থাকে। আমি একজন কৃষক; অল্প কিছু জমি আছে, চাষাবাদ করি আর বাড়ির গরুর দুধ বেচি, কলা বেচি এই দিয়ে সংসার চলে।’

উজ্জল সম্পর্কে তাঁর বাবা বলেন, ‘উজ্জলের মাথায় দীর্ঘদিন ধরে সমস্যা আছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক নিউরো সার্জন ডা. রায়ের কাছে তার চিকিৎসা করিয়েছি। সে সকালে উঠে বাড়ি থেকে বের হয়ে যায়, কোথায় যায়, কী করে, কিছু জানি না। মাঝে মাঝে টাকা নেয়, কথায় কথায় চড়াও হয়। এদিক–সেদিক দরখাস্ত করে। আমরা মূর্খ মানুষ বাবা, এসবের কিছু জানি না, সে আমাদের অশান্তি করে সবসময়।’

এদিকে উজ্জলের বিষয়ে জানতে চাইলে স্থানীয় গ্রামবাসী সুরেশ চন্দ্র রায় ও রিপন চন্দ্র বলেন, উজ্জল মানসিক রোগী। এলাকার কোনো মানুষের সঙ্গে তিনি মেশেন না, এমনকি তাঁর সমবয়সীদের সঙ্গেও না। তিনি তাঁর নিজ খেয়ালখুশিমতো কোথায় যান, কী করেন, ঠিক নেই। তাঁরা আরও বলেন, ‘সে মাঝেমধ্যে উদ্ভট আচরণ করে। একদিন দেখি, তার পাঠ্যবইগুলো নিয়ে গিয়ে পুকুরের পানিতে ফেলে পা দিয়ে খুচিয়ে ডুবিয়ে দিচ্ছে। মাঝে মাঝে ফিটফাট হয়ে একটি ফাইল হাতে নিয়ে ঘুরে বেড়ায়।’

উজ্জল রায় ইসিতে জানিয়েছেন, ২৪ মার্চ ‘আওয়ামী লিগ’ দলটি গঠন করা হয়েছে। দলের প্রধান কার্যালয়ের ঠিকানা বঙ্গবন্ধু এভিনিউয়ে। সভাপতি তিনি। নিবন্ধনের শর্ত পূরণের অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমানের (ফিজার) নাম যুক্ত করেছেন উজ্জল রায়। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হিসেবে উল্লেখ করেছেন তিনি।

এ বিষয়ে উজ্জল রায় বলেন, ‘ফুলবাড়ী-পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে আমি ভোট করতে চাই। সম্মেলনের আগে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছি। তখন দেখা করতে পারিনি। আমি ওই আসনে নির্বাচন করতে চাই। আমার দলে এখন পর্যন্ত আমিই একজন। ‘‘আওয়ামী লিগ’’ নামে নিবন্ধন আবেদন করেছি।’

উজ্জল রায় আরও বলেন, ‘আমি এখানে নির্বাচন করতে চাই। এ জন্য ইসিতে আবেদন করেছি। সারা দেশে কমিটি করতে গেলে যে টাকা দরকার, তা আমার নেই। এ জন্য আমি একাই কাজ করব।’

বাংলাদেশ আওয়ামী লীগ নামে বর্তমানে নির্বাচন কমিশনে নৌকা প্রতীকে একটি দল নিবন্ধিত রয়েছে। নতুন কোনো দলের নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছে ইসি।

‘আওয়ামী লিগ’ নামের নতুন দলের নিবন্ধন আবেদনের বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেছেন, ‘একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যে আইন ও বিধি রয়েছে, তা পর্যবেক্ষণ করে সমস্ত শর্ত পূরণ থাকলে নিবন্ধন দেওয়া হয়। শর্ত যদি পূরণ করতে না পারে, তাহলে আমরা তাকে গ্রহণ করতে পারব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের আগে জোট নয়, এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির

ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম

নিউজিল্যান্ডের বিপক্ষে ‘বাঁচা-মরা’র ম্যাচের আগে ধাক্কা খেল পাকিস্তান

জয়পুরে সম্প্রীতির নজির, ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

অগ্নিবীণা এক্সপ্রেসে অবৈধ যাত্রী ওঠানোর দায়ে ক্যাটারিং সার্ভিসের কার্যক্রম বন্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত