Ajker Patrika

তীব্র শীতে বিরামপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগী

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
তীব্র শীতে বিরামপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগী

উত্তর জনপদের দিনাজপুরের বিরামপুর উপজেলায় গত তিন দিনে দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। যেন পালা দিয়ে বাড়ছে শীত জনিত রোগ ডায়রিয়া ও সর্দি-কাশি। ডায়রিয়া রোগী বাড়ার সঙ্গে হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট দেখা দিয়েছে। 

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) শাহরিয়ার পারভেজ বলেন, কিছুদিন আগে শীতের প্রভাব কম থাকায় আগে শীত জনিত রোগীর সংখ্যা ছিল কম। গত ৩-৪ দিন থেকে প্রচণ্ড শীতে হাসপাতালে ডায়রিয়া ও সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে অনেক রোগী আসছে। প্রতিদিন গড়ে ১৮-২০ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিতে আসছে। যারা কম সংক্রমিত তাদের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। জটিল রোগীদের হাসপাতালে ভর্তি করানো হচ্ছে। 

অপরদিকে বহির্বিভাগে প্রতিদিন ৩০-৩৫ জন করে সর্দি-কাশি আক্রান্ত রোগী চিকিৎসা নিতে আসছে। তাদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। আরএমও আরও জানান, ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট দেখা দিয়েছে। তবে চাহিদা পত্র অধিদপ্তরে পাঠানো হয়েছে। 

দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আসাদুজ্জামান জানান, গতকাল শনিবার ও আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে। আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতি ছিল ১ নটস। 

এই আবহাওয়া কর্মকর্তা আরও জানান, এই আবহাওয়া আরও ২-৩ দিন থাকতে পারে। 

ছবি ক্যাপশন-ডায়রিয়া রোগী বাড়ার সঙ্গে হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট দেখা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত