পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় এক যুবকের মারধরের শিকার হয়ে নওশাদ আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে মিঠাপুকুর থানা-পুলিশ।
আজ বুধবার পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের ইছলারহাটের চেংটুর ব্রিজসংলগ্ন রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ মারধরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নিহত নওশাদ আলী রংপুর মিঠাপুকুরের মির্জাপুর ইউনিয়নের কাচারিবাজার এলাকার আবুল কাশেমের ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত যুবকের নাম আব্দুল করিম (৪৬)। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় রামধন এলাকার। তিনি ওই এলাকার ওসমান গণির ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার বলছে, নওশাদ আলীর মেয়ের সঙ্গে অভিযুক্ত যুবকের ‘প্রেমের’ সম্পর্ক ছিল। একপর্যায়ে ওই তরুণীকে নিয়ে পালিয়ে যান ওই যুবক। এ ঘটনায় মেয়েকে অপহরণের অভিযোগে আব্দুল করিমকে আসামি করে মিঠাপুকুর থানায় মামলা করেন তরুণীর বাবা নওশাদ আলী। ওই মামলায় পুলিশ তরুণীকে উদ্ধারসহ করিমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। তিন মাস জেল খেটে সম্প্রতি জামিনে ছাড়া পান আব্দুল করিম। সেই খবর পেয়ে আবার তাঁর বাড়িতে গিয়ে অবস্থান নেন ওই তরুণী।
খবর পেয়ে আজ সকালে আব্দুল করিমের বাড়ি গিয়ে মেয়েকে জোর করে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নওশাদ আলী। পথে পীরগাছা উপজেলার সীমান্তবর্তী ইছলারহাট বাজার এলাকার ব্রিজে পৌঁছালে নওশাদ আলীর পথরোধ করে বেধড়ক মারধর দিয়ে পালিয়ে যান অভিযুক্ত করিম। সেখানে নওশাদ আলী গুরুতর আহত হয়ে পড়লে, স্থানীয় বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক জানান, প্রেমঘটিত কারণে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আব্দুল করিমকে রংপুর থেকে পালানোর সময় আটক করা হয়েছে। তাঁকে থানায় নেওয়া হচ্ছে।
এসআই আরও জানান, নওশাদ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। তাঁর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রংপুরের পীরগাছায় এক যুবকের মারধরের শিকার হয়ে নওশাদ আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে মিঠাপুকুর থানা-পুলিশ।
আজ বুধবার পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের ইছলারহাটের চেংটুর ব্রিজসংলগ্ন রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ মারধরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নিহত নওশাদ আলী রংপুর মিঠাপুকুরের মির্জাপুর ইউনিয়নের কাচারিবাজার এলাকার আবুল কাশেমের ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত যুবকের নাম আব্দুল করিম (৪৬)। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় রামধন এলাকার। তিনি ওই এলাকার ওসমান গণির ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার বলছে, নওশাদ আলীর মেয়ের সঙ্গে অভিযুক্ত যুবকের ‘প্রেমের’ সম্পর্ক ছিল। একপর্যায়ে ওই তরুণীকে নিয়ে পালিয়ে যান ওই যুবক। এ ঘটনায় মেয়েকে অপহরণের অভিযোগে আব্দুল করিমকে আসামি করে মিঠাপুকুর থানায় মামলা করেন তরুণীর বাবা নওশাদ আলী। ওই মামলায় পুলিশ তরুণীকে উদ্ধারসহ করিমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। তিন মাস জেল খেটে সম্প্রতি জামিনে ছাড়া পান আব্দুল করিম। সেই খবর পেয়ে আবার তাঁর বাড়িতে গিয়ে অবস্থান নেন ওই তরুণী।
খবর পেয়ে আজ সকালে আব্দুল করিমের বাড়ি গিয়ে মেয়েকে জোর করে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নওশাদ আলী। পথে পীরগাছা উপজেলার সীমান্তবর্তী ইছলারহাট বাজার এলাকার ব্রিজে পৌঁছালে নওশাদ আলীর পথরোধ করে বেধড়ক মারধর দিয়ে পালিয়ে যান অভিযুক্ত করিম। সেখানে নওশাদ আলী গুরুতর আহত হয়ে পড়লে, স্থানীয় বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক জানান, প্রেমঘটিত কারণে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আব্দুল করিমকে রংপুর থেকে পালানোর সময় আটক করা হয়েছে। তাঁকে থানায় নেওয়া হচ্ছে।
এসআই আরও জানান, নওশাদ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। তাঁর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩৫ মিনিট আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে