Ajker Patrika

আদিতমারীতে আত্মীয়ের বাড়িতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
আদিতমারীতে আত্মীয়ের বাড়িতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে লালমনিরহাটের আদিতমারীতে পানিতে ডুবে কাওছার আলী নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার পলাশী ইউনিয়নের কচুমুড়া এলাকায় এই ঘটনা ঘটে। 

পানিতে ডুবে শিশুর মৃত্যু হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ 

শিশু কাওছার আলী লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোয়া গ্রামের মোস্তাকিন আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শিশু কাওছার মায়ের সঙ্গে পলাশী ইউনিয়নের কচুমুড়া গ্রামের আত্মীয় মমতাজ আলীর বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে আত্মীয়ের বাড়ির উঠানে খেলা করছিল কাওছার। এ সময় বাড়ির পাশে নালায় পড়ে ডুবে যায় সে। 

স্থানীয় লোকজন তাৎক্ষণিক দেখতে পেয়ে নালা থেকে কাওছারকে উদ্ধার করে। এরপর আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা কাওছারকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত