কুড়িগ্রাম প্রতিনিধি
পুলিশ সুপারের দেহরক্ষী পরিচয় দিয়ে এক পুলিশ সদস্যের কাছ থেকে মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। গতকাল বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। জেলা পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
ঘটনার বর্ণনা দিয়ে বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে সততা স্টোরে শামীম নামে এক পুলিশ সদস্য গিয়ে দোকানদার স্বপনকে কয়েকটি নম্বরে টাকা পাঠানোর কথা বলেন। এ সময় স্বপন বিষয়টি যাচাই করতে বললে পুলিশ সদস্য শামীম তাঁর নিজের ফোনে পুলিশ সুপারের দেহরক্ষী পরিচয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলিয়ে দেন। ফোনের অপর প্রান্তের ব্যক্তি স্বপনকে পুলিশ সদস্য শামীমের কথামতো টাকা পাঠাতে বলেন। পুলিশ সুপারের দেহরক্ষী টাকা নিয়ে দোকানে আসছেন বলে অপর প্রান্ত থেকে আশ্বস্ত করা হয়।
শামীমের পাশের দোকানের এক ব্যবসায়ী জানান, নগদের এজেন্টকে আশ্বস্ত করতে পুলিশ সদস্য তাঁর দোকানের ভেতরে গিয়ে বসে বলেন, ‘আপনি টাকা পাঠান। স্যারের দেহরক্ষী না আসা পর্যন্ত আমি দোকান থেকে বের হব না।’ এ সময় এজেন্ট স্বপন শামীমের দেওয়া একাধিক মোবাইল নম্বরে মোট ২ লাখ ৫৫ হাজার টাকা পাঠান। কিন্তু শামীমের কথামতো এসপির দেহরক্ষী টাকা নিয়ে না আসায় স্বপন বিষয়টি কুড়িগ্রাম সদর থানাকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিস্তারিত জানতে পারে।
সিঅ্যান্ডবি মোড় এলাকার একাধিক ব্যবসায়ী জানান, সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর পুলিশ সদস্য শামীম জানান, তাঁকে মূলত পুলিশ লাইনস থেকে রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) নুর মোহাম্মদ বাসস্ট্যান্ডে পাঠিয়েছেন। এসপির কিছু মালামাল আসবে জানিয়ে তাঁকে তা আনতে পাঠানো হয়। কিন্তু সেখানে যাওয়ার পর এসপির দেহরক্ষী পরিচয় দিয়ে তাঁকে ফোন করে কয়েকটি নম্বর দিয়ে টাকা পাঠাতে বলা হয়। এরপর তিনি টাকা পাঠান।
পরে সদর থানার পুলিশ নগদের এজেন্ট স্বপনসহ পুলিশ সদস্য শামীমকে পুলিশ লাইনসে নিয়ে যায়। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনার বিস্তারিত শুনে পরবর্তী করণীয় নির্ধারণ করেন। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানায়নি জেলা পুলিশ।
এ ব্যাপারে পুলিশ লাইনসের আরআই নুর মোহাম্মদ বলেন, ‘বৃহস্পতিবার রাতে একটি নম্বর থেকে আমাকে ফোন দিয়ে এসপি স্যারের দেহরক্ষীর পরিচয় দেওয়া হয়। স্যারের কিছু মালামাল আসবে জানিয়ে একজন পোশাক পরিহিত কনস্টেবলকে বাসস্ট্যান্ডে পাঠাতে বলা হয়। আমি তখন একজন কনস্টেবলকে পাঠাই। কিন্তু আমি জানতাম না এটা প্রতারকদের কাজ। ওই পুলিশ সদস্য বাসস্ট্যান্ডে পৌঁছালে প্রতারক চক্রটি তাঁকে এসপি স্যারের দেহরক্ষী পরিচয় দিয়ে কয়েকটি নম্বরে টাকা পাঠাতে বলেন। স্যারের দেহরক্ষী পরিচয় দেওয়া ব্যক্তি টাকা নিয়ে বাসস্ট্যান্ডে যাচ্ছেন বলে তাঁকে জানায়। তখন তিনি তা বিশ্বাস করে টাকা পাঠান।’
ভুক্তভোগী নগদ এজেন্ট স্বপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে স্বপনের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী স্বপনের বরাতে বলেন, ‘জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বপনকে ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তদন্তের স্বার্থে তাঁকে আপাতত কারও সঙ্গে কথা না বলতে অনুরোধ করা হয়েছে।’
এ ব্যাপারে জানতে বৃহস্পতিবার রাতে যোগাযোগ করা হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, এ ঘটনায় পুলিশ সদস্য শামীম বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় প্রতারণার মামলা করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে।
পুলিশ সুপারের দেহরক্ষী পরিচয় দিয়ে এক পুলিশ সদস্যের কাছ থেকে মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। গতকাল বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। জেলা পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
ঘটনার বর্ণনা দিয়ে বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে সততা স্টোরে শামীম নামে এক পুলিশ সদস্য গিয়ে দোকানদার স্বপনকে কয়েকটি নম্বরে টাকা পাঠানোর কথা বলেন। এ সময় স্বপন বিষয়টি যাচাই করতে বললে পুলিশ সদস্য শামীম তাঁর নিজের ফোনে পুলিশ সুপারের দেহরক্ষী পরিচয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলিয়ে দেন। ফোনের অপর প্রান্তের ব্যক্তি স্বপনকে পুলিশ সদস্য শামীমের কথামতো টাকা পাঠাতে বলেন। পুলিশ সুপারের দেহরক্ষী টাকা নিয়ে দোকানে আসছেন বলে অপর প্রান্ত থেকে আশ্বস্ত করা হয়।
শামীমের পাশের দোকানের এক ব্যবসায়ী জানান, নগদের এজেন্টকে আশ্বস্ত করতে পুলিশ সদস্য তাঁর দোকানের ভেতরে গিয়ে বসে বলেন, ‘আপনি টাকা পাঠান। স্যারের দেহরক্ষী না আসা পর্যন্ত আমি দোকান থেকে বের হব না।’ এ সময় এজেন্ট স্বপন শামীমের দেওয়া একাধিক মোবাইল নম্বরে মোট ২ লাখ ৫৫ হাজার টাকা পাঠান। কিন্তু শামীমের কথামতো এসপির দেহরক্ষী টাকা নিয়ে না আসায় স্বপন বিষয়টি কুড়িগ্রাম সদর থানাকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিস্তারিত জানতে পারে।
সিঅ্যান্ডবি মোড় এলাকার একাধিক ব্যবসায়ী জানান, সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর পুলিশ সদস্য শামীম জানান, তাঁকে মূলত পুলিশ লাইনস থেকে রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) নুর মোহাম্মদ বাসস্ট্যান্ডে পাঠিয়েছেন। এসপির কিছু মালামাল আসবে জানিয়ে তাঁকে তা আনতে পাঠানো হয়। কিন্তু সেখানে যাওয়ার পর এসপির দেহরক্ষী পরিচয় দিয়ে তাঁকে ফোন করে কয়েকটি নম্বর দিয়ে টাকা পাঠাতে বলা হয়। এরপর তিনি টাকা পাঠান।
পরে সদর থানার পুলিশ নগদের এজেন্ট স্বপনসহ পুলিশ সদস্য শামীমকে পুলিশ লাইনসে নিয়ে যায়। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনার বিস্তারিত শুনে পরবর্তী করণীয় নির্ধারণ করেন। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানায়নি জেলা পুলিশ।
এ ব্যাপারে পুলিশ লাইনসের আরআই নুর মোহাম্মদ বলেন, ‘বৃহস্পতিবার রাতে একটি নম্বর থেকে আমাকে ফোন দিয়ে এসপি স্যারের দেহরক্ষীর পরিচয় দেওয়া হয়। স্যারের কিছু মালামাল আসবে জানিয়ে একজন পোশাক পরিহিত কনস্টেবলকে বাসস্ট্যান্ডে পাঠাতে বলা হয়। আমি তখন একজন কনস্টেবলকে পাঠাই। কিন্তু আমি জানতাম না এটা প্রতারকদের কাজ। ওই পুলিশ সদস্য বাসস্ট্যান্ডে পৌঁছালে প্রতারক চক্রটি তাঁকে এসপি স্যারের দেহরক্ষী পরিচয় দিয়ে কয়েকটি নম্বরে টাকা পাঠাতে বলেন। স্যারের দেহরক্ষী পরিচয় দেওয়া ব্যক্তি টাকা নিয়ে বাসস্ট্যান্ডে যাচ্ছেন বলে তাঁকে জানায়। তখন তিনি তা বিশ্বাস করে টাকা পাঠান।’
ভুক্তভোগী নগদ এজেন্ট স্বপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে স্বপনের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী স্বপনের বরাতে বলেন, ‘জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বপনকে ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তদন্তের স্বার্থে তাঁকে আপাতত কারও সঙ্গে কথা না বলতে অনুরোধ করা হয়েছে।’
এ ব্যাপারে জানতে বৃহস্পতিবার রাতে যোগাযোগ করা হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, এ ঘটনায় পুলিশ সদস্য শামীম বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় প্রতারণার মামলা করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে