সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরের রেলওয়ের বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে দখলকৃত রেলওয়ের ২০ একর জমি উদ্ধার করা হয়েছে।
এদিকে অভিযানের একপর্যায়ে তামান্না সিনেমা হল তালাবদ্ধ করতে গেলে কাউন্সিলরদের নিয়ে বাধা দেন পৌর মেয়র রাফিকা আকতার জাহান। পরে উপস্থিত জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিযান শেষ করে চলে যান রেলওয়ে কর্তৃপক্ষের লোকজন।
অভিযানে অবৈধভাবে রেলওয়ের জমি বেদখল করে পাকা অবকাঠোমো তৈরির দায়ে দখলদারদের কাছ থেকে ৮২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর ভুসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান।
স্থানীয় রেলওয়ে সূত্রে জানা যায়, শহরের বঙ্গবন্ধু সড়কের বাঙ্গালীপুর এলাকায় বিসিক শিল্পনগরীর সামনের আলোচিত শেখ সাদ কমপ্লেক্সসহ আশপাশের প্রায় ২০ একর জমি উদ্ধার করে সীমানা নির্ধারণী লাল পতাকা স্থাপন করা হয়। এ সময় ওই কমপ্লেক্সে তালা লাগিয়ে দেওয়া হয়। সিলগালা করা হয় রেলওয়ে কোয়ার্টার ভেঙে গড়ে তোলা একই রোডের আকতার মটরস ও শহরের মুন্সিপাড়া এলাকার সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির বহুতল ভবন।
রেলের এসব জায়গা দখল করে ঘরববাড়ি নির্মাণ করা হয়। ৫ থেকে ২০ বছর ধরে এসব স্থাপনা গড়ে উঠেছে। অভিযানে অবৈধ দখলদার সাইফুল ইসলামকে ১০ হাজার, সাইদুর রহমানকে ১১ হাজার ৫০০ টাকা, মাহবুবুর রহমানের, আখতার হোসেন ও শহিদুল ইসলামের ১৫ হাজার করে, ওয়ালটন শোরুমের ৩০ হাজার এবং মুন্সিপাড়ায় সরকারী কাজে বাধা দেওয়ায় আনিছুর রহমানের ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এরপর শহরের প্রাণকেন্দ্রে তামান্না সিনেমা হলে তালা লাগাতে গেলে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় পৌর মেয়র রাফিকা আকতার জাহান সকল কাউন্সিলরসহ উপস্থিত হয়ে উচ্ছেদ বন্ধের অনুরোধ জানান। এতে ম্যাজিস্ট্রেট সম্মত না হওয়ায় মেয়র বলেন, ‘সৈয়দপুরবাসীর কোনো স্থাপনায় বুলডোজার চালানোর আগে আমার উপর দিয়ে যেতে হবে।’ এ সময় উপস্থিত জনগণের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
পরে বাধ্য হয়ে রেলওয়ে কর্তৃপক্ষ অভিযান স্থগিত করে চলে যান। অভিযানে অন্যান্যদের মধ্যে ছিলেন, সৈয়দপুর রেলওয়ের নির্বাহী প্রকৌশলী (কারখানা) আহসান উদ্দিন, ভূসম্পত্তি রক্ষনাবেক্ষন অফিসের সহকারী প্রকৌশলী (আই ও ডাব্লিউ) আশরাফুল ইসলাম ও পার্বতীপুর ফিল্ড কানুনগো অফিসের কানুনগো জিয়াউল হক। তাদের সহযোগীতা করেন সৈয়দপুর থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) রিজার্ভ ফোর্স।
নীলফামারীর সৈয়দপুরের রেলওয়ের বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে দখলকৃত রেলওয়ের ২০ একর জমি উদ্ধার করা হয়েছে।
এদিকে অভিযানের একপর্যায়ে তামান্না সিনেমা হল তালাবদ্ধ করতে গেলে কাউন্সিলরদের নিয়ে বাধা দেন পৌর মেয়র রাফিকা আকতার জাহান। পরে উপস্থিত জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিযান শেষ করে চলে যান রেলওয়ে কর্তৃপক্ষের লোকজন।
অভিযানে অবৈধভাবে রেলওয়ের জমি বেদখল করে পাকা অবকাঠোমো তৈরির দায়ে দখলদারদের কাছ থেকে ৮২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর ভুসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান।
স্থানীয় রেলওয়ে সূত্রে জানা যায়, শহরের বঙ্গবন্ধু সড়কের বাঙ্গালীপুর এলাকায় বিসিক শিল্পনগরীর সামনের আলোচিত শেখ সাদ কমপ্লেক্সসহ আশপাশের প্রায় ২০ একর জমি উদ্ধার করে সীমানা নির্ধারণী লাল পতাকা স্থাপন করা হয়। এ সময় ওই কমপ্লেক্সে তালা লাগিয়ে দেওয়া হয়। সিলগালা করা হয় রেলওয়ে কোয়ার্টার ভেঙে গড়ে তোলা একই রোডের আকতার মটরস ও শহরের মুন্সিপাড়া এলাকার সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির বহুতল ভবন।
রেলের এসব জায়গা দখল করে ঘরববাড়ি নির্মাণ করা হয়। ৫ থেকে ২০ বছর ধরে এসব স্থাপনা গড়ে উঠেছে। অভিযানে অবৈধ দখলদার সাইফুল ইসলামকে ১০ হাজার, সাইদুর রহমানকে ১১ হাজার ৫০০ টাকা, মাহবুবুর রহমানের, আখতার হোসেন ও শহিদুল ইসলামের ১৫ হাজার করে, ওয়ালটন শোরুমের ৩০ হাজার এবং মুন্সিপাড়ায় সরকারী কাজে বাধা দেওয়ায় আনিছুর রহমানের ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এরপর শহরের প্রাণকেন্দ্রে তামান্না সিনেমা হলে তালা লাগাতে গেলে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় পৌর মেয়র রাফিকা আকতার জাহান সকল কাউন্সিলরসহ উপস্থিত হয়ে উচ্ছেদ বন্ধের অনুরোধ জানান। এতে ম্যাজিস্ট্রেট সম্মত না হওয়ায় মেয়র বলেন, ‘সৈয়দপুরবাসীর কোনো স্থাপনায় বুলডোজার চালানোর আগে আমার উপর দিয়ে যেতে হবে।’ এ সময় উপস্থিত জনগণের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
পরে বাধ্য হয়ে রেলওয়ে কর্তৃপক্ষ অভিযান স্থগিত করে চলে যান। অভিযানে অন্যান্যদের মধ্যে ছিলেন, সৈয়দপুর রেলওয়ের নির্বাহী প্রকৌশলী (কারখানা) আহসান উদ্দিন, ভূসম্পত্তি রক্ষনাবেক্ষন অফিসের সহকারী প্রকৌশলী (আই ও ডাব্লিউ) আশরাফুল ইসলাম ও পার্বতীপুর ফিল্ড কানুনগো অফিসের কানুনগো জিয়াউল হক। তাদের সহযোগীতা করেন সৈয়দপুর থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) রিজার্ভ ফোর্স।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৬ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৬ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে