Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে বাস ও তেলবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ৮ 

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বাস ও তেলবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ৮ 

ঠাকুরগাঁওয়ে বাস-তেলবাহী ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। আজ বৃহস্পতিবার ভোরে ঠাকুরগাঁও-দিনাজপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার রাকিবুল ইসলাম চয়ন দুজন নিহত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বুধবার রাতে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অপরদিক থেকে আসা তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক শাহাদাত আলী (৪৫) মারা যান। তিনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার বাসিন্দা।

গুরুতর অবস্থায় অন্য হতাহতদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হলে মোহাম্মদ সানাউল্লাহ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া থানার চামেশ্বরী গ্রামের বাসিন্দা। সানাউল্লাহ যাত্রীবাহী বাসে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।

আহতরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার রাকিবুল ইসলাম চয়ন বলেন, ‘দুর্ঘটনায় দুজনের মৃত্যুর হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত