Ajker Patrika

রংপুরে একই সময় আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ, বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত পুলিশ

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২৩: ১৯
রংপুরে একই সময় আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ, বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত পুলিশ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির নেতা-কর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে রংপুরে আগামীকাল শনিবার বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সময়ে পাশেই পাল্টা সমাবেশের ডাক দিয়েছে রংপুর মহানগর আওয়ামী লীগ। মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন থাকবে।

বিএনপির সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি থাকবেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন নবী ও জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান। সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে দলটি। বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মীর সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে সমাসুজ্জামান সামু বলেন, বিএনপির কার্যালয়ের সামনে গ্র্যান্ড হোটেল মোড়ে সড়কের পাশে একটি সভামঞ্চ তৈরি করা হবে। সেখানে বেলা দেড়টা থেকে শান্তিপূর্ণ সমাবেশ হবে। সমাবেশ সফল করতে রংপুর নগর ছাড়াও বিভিন্ন জেলা থেকে দলের নেতা-কর্মীরা অংশ নেবেন।

বিএনপির সমাবেশস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একই সময়ে পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ করার কথা জানিয়েছে রংপুর মহানগর আওয়ামী লীগ। এ সমাবেশে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় প্রমুখ।

রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম বলেন, সমাবেশে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। দলের নেতা-কর্মীরাও সমবেত হবেন। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

রংপুর মহানগর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে শনিবার রংপুর নগর এবং আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত