Ajker Patrika

বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২৩, ১৫: ৫০
বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে মো. জাকির হোসেন (২৭) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্ত্রীসহ পাঁচ জন। গতকাল শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান জাকির হোসেন। বিষয়টি নিশ্চিত করেন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এম এ আজিজ। 

নিহত মো. জাকির হোসেন উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের মো. দুলা মিয়ার ছেলে। আহতরা হলেন জাকির হোসেনের স্ত্রী লিমা আক্তার (২৪), গাইবান্ধা সদর উপজেলার বাকির মোড় এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে অটোরিকশা চালক মো. নাজমুল ইসলাম, সোনারায় ইউনিয়নের ছাইতানতলা গ্রামের মো. কছর আলীর ছেলে মো. নুরুল ইসলাম (৩২), তাঁর স্ত্রী জুই আক্তার (২৪) ও এক বছরের ছেলে মো. রাকিব বাবু। 

পুলিশ সূত্রে জানা যায়, বামনডাঙ্গা থেকে নিউ সাফা পলাশবাড়ী এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনসংলগ্ন বামনডাঙ্গা-গাইবান্ধা সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। চালক ও এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। গুরুতর আহত মো. জাকির হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এম এ আজিজ বলেন, ‘বাসচালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। তবে বাস ও দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটি আমাদের হেফাজতে আছে। এখনো কোনো মামলা হয়নি। লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত