সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জের তারাপুর ইউনিয়নে বুড়াইল নদীতে ভেঙে পড়া নড়বড়ে সেই বাঁশের সাঁকো পুনরায় নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর) এবং ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
গতকাল শনিবার আজকের পত্রিকা ‘ভোটে জিতে খোঁজ নেন না’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পত্রিকায় প্রকাশের পর বিষয়টি স্থানীয় সাংসদের নজরে এলে তিনি পত্রিকার প্রতিনিধির সঙ্গে কথা বলে এই আশ্বাস দেন।
সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘ওই বুড়াইল নদীর ওপর ব্রিজ নির্মাণে সংশ্লিষ্ট দপ্তরে তালিকা পাঠানো হয়েছে অনেক আগেই। কিন্তু করোনার কারণে হয়তো দেরি হচ্ছে। তা না হলে এত দিনে হয়ে যেত ব্রিজটি। যাতে ব্রিজটির কাজ দ্রুত করা যায়, সে জন্য মন্ত্রণালয়ে আমি নিজে গিয়ে আবারও খোঁজ নেব।’
সাংসদ আরও বলেন, ‘মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত ওখানে আবারও নতুন করে বাঁশের সাঁকো করে দেওয়া হবে এবং ব্রিজ না হওয়া পর্যন্ত সাঁকোটি তদারকি আমি নিজে করব।’
এদিকে নতুন করে আবারও সাঁকোটি নির্মাণ করে দেওয়া হবে সংবাদ পেয়ে সন্তোষ প্রকাশ করেছে ওই এলাকার মানুষ। তবে এলাকারবাসীর মূল দাবি স্থায়ী ব্রিজ নির্মাণ।
খোর্দ্দা নামাপাতা গ্রামের মৃত আজিম উদ্দিন ছেলে মানিক ব্যাপারী (৩০) বলেন, ‘ফির বাঁশের সাঁকো এমপি করি দেবে এটা ভালো কথা। তাতে হামরা খুশি। কিন্তু হামাক একবারে ব্রিজ করি দেওয়া নাইগবে। যাতে আর কোনো দিন সেখান ভাঙ্গি না যায়। কারণ ভাঙ্গিলে অনেক কষ্ট হয় হামারগুলার।’
এ বিষয়ে তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘আমার ইউনিয়নে কমপক্ষে এ ধরনের সাঁকো রয়েছে ১০টি। প্রতিবছর সেগুলো মেরামত করতে হয়, যা পরিষদের পক্ষে সম্ভব নয়। সে কারণে স্থানীয় ব্যক্তিবর্গের সহায়তায় সেগুলো মেরামত করা হয়ে থাকে। তবে ব্রিজ নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
উপজেলা প্রকৌশলী শামছুল আরেফীন জানান, যেখানে সাঁকো রয়েছে, সেখানেই স্থায়ীভাবে ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই নির্মাণ করা হবে।
উল্লেখ্য, তারাপুর ইউনিয়নের খোর্দ্দা নামাপাতা নামক গ্রামের ওপর দিয়ে চলে গেছে বুড়াইল নদী। নদীটি ছোট হওয়ায় বাঁশের সাঁকো আবার কখনো কাঠের সাঁকোই দিয়েই চলে নানা শ্রেণিপেশার প্রায় ৫০ হাজার জনসাধারণের যাতায়াত। প্রতিবছরে একবার করে নির্মাণ করতে হয় সাঁকোটি। সংস্কার করতে হয় বছরে দুবার। মাস দু-এক আগ থেকে সাঁকোটি নড়বড়ে হয়ে যায়। ঝুঁকি জেনেও যাতায়াত করতে গিয়ে গত ১৫ দিনে দুর্ঘটনা ঘটেছে কমপক্ষে পাঁচটি। সপ্তাহখানেক আগে সবার অজান্তে নড়বড়ে সাঁকোটি ভেঙে পড়ে। যাতায়াতের একমাত্র ও শেষ ভরসা বাঁশের সাঁকোটি নদীতে ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন দুই পারের প্রায় ৫০ হাজার মানুষ। এতে বন্ধ রয়েছে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া।
গাইবান্ধার সুন্দরগঞ্জের তারাপুর ইউনিয়নে বুড়াইল নদীতে ভেঙে পড়া নড়বড়ে সেই বাঁশের সাঁকো পুনরায় নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর) এবং ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
গতকাল শনিবার আজকের পত্রিকা ‘ভোটে জিতে খোঁজ নেন না’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পত্রিকায় প্রকাশের পর বিষয়টি স্থানীয় সাংসদের নজরে এলে তিনি পত্রিকার প্রতিনিধির সঙ্গে কথা বলে এই আশ্বাস দেন।
সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘ওই বুড়াইল নদীর ওপর ব্রিজ নির্মাণে সংশ্লিষ্ট দপ্তরে তালিকা পাঠানো হয়েছে অনেক আগেই। কিন্তু করোনার কারণে হয়তো দেরি হচ্ছে। তা না হলে এত দিনে হয়ে যেত ব্রিজটি। যাতে ব্রিজটির কাজ দ্রুত করা যায়, সে জন্য মন্ত্রণালয়ে আমি নিজে গিয়ে আবারও খোঁজ নেব।’
সাংসদ আরও বলেন, ‘মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত ওখানে আবারও নতুন করে বাঁশের সাঁকো করে দেওয়া হবে এবং ব্রিজ না হওয়া পর্যন্ত সাঁকোটি তদারকি আমি নিজে করব।’
এদিকে নতুন করে আবারও সাঁকোটি নির্মাণ করে দেওয়া হবে সংবাদ পেয়ে সন্তোষ প্রকাশ করেছে ওই এলাকার মানুষ। তবে এলাকারবাসীর মূল দাবি স্থায়ী ব্রিজ নির্মাণ।
খোর্দ্দা নামাপাতা গ্রামের মৃত আজিম উদ্দিন ছেলে মানিক ব্যাপারী (৩০) বলেন, ‘ফির বাঁশের সাঁকো এমপি করি দেবে এটা ভালো কথা। তাতে হামরা খুশি। কিন্তু হামাক একবারে ব্রিজ করি দেওয়া নাইগবে। যাতে আর কোনো দিন সেখান ভাঙ্গি না যায়। কারণ ভাঙ্গিলে অনেক কষ্ট হয় হামারগুলার।’
এ বিষয়ে তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘আমার ইউনিয়নে কমপক্ষে এ ধরনের সাঁকো রয়েছে ১০টি। প্রতিবছর সেগুলো মেরামত করতে হয়, যা পরিষদের পক্ষে সম্ভব নয়। সে কারণে স্থানীয় ব্যক্তিবর্গের সহায়তায় সেগুলো মেরামত করা হয়ে থাকে। তবে ব্রিজ নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
উপজেলা প্রকৌশলী শামছুল আরেফীন জানান, যেখানে সাঁকো রয়েছে, সেখানেই স্থায়ীভাবে ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই নির্মাণ করা হবে।
উল্লেখ্য, তারাপুর ইউনিয়নের খোর্দ্দা নামাপাতা নামক গ্রামের ওপর দিয়ে চলে গেছে বুড়াইল নদী। নদীটি ছোট হওয়ায় বাঁশের সাঁকো আবার কখনো কাঠের সাঁকোই দিয়েই চলে নানা শ্রেণিপেশার প্রায় ৫০ হাজার জনসাধারণের যাতায়াত। প্রতিবছরে একবার করে নির্মাণ করতে হয় সাঁকোটি। সংস্কার করতে হয় বছরে দুবার। মাস দু-এক আগ থেকে সাঁকোটি নড়বড়ে হয়ে যায়। ঝুঁকি জেনেও যাতায়াত করতে গিয়ে গত ১৫ দিনে দুর্ঘটনা ঘটেছে কমপক্ষে পাঁচটি। সপ্তাহখানেক আগে সবার অজান্তে নড়বড়ে সাঁকোটি ভেঙে পড়ে। যাতায়াতের একমাত্র ও শেষ ভরসা বাঁশের সাঁকোটি নদীতে ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন দুই পারের প্রায় ৫০ হাজার মানুষ। এতে বন্ধ রয়েছে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া।
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিরাজ হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৭ মিনিট আগেটাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশের...
২৭ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে