Ajker Patrika

দিনাজপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ১০ 

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ১০ 

দিনাজপুরে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা দিনাজপুর সরকারি কলেজের সম্মুখ সড়কে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে অসংখ্য যানবাহন আটকা পড়ে। 

প্রায় এক ঘণ্টা আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় যুবলীগের ১৫-১৬টি মোটরসাইকেলে মছিল নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোমুখি হয়। পরে ছাত্রলীগ তাদের সঙ্গে একীভূত হয়ে একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। পাল্টাপাল্টি স্লোগানের এক পর্যায়ে উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। 

পরে গাছের ডাল ও বাঁশের লাঠি দিয়ে যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা কোণঠাসা হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ পাল্টাপাল্টি ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। 

এদিকে বেলা ১১টায় দিনাজপুর শহরের ফুলবারড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত