Ajker Patrika

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

দিনাজপুরের নবাবগঞ্জে টিকা নিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় হুমায়ুন কবীর (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত হুমায়ুন কবীর উপজেলার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও ভাদুরিয়া ইউপির শিবরাম পুর গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে। 

আজ সোমবার সকালে উপজেলা মুরাদপুর নাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে টিকা নিতে যাচ্ছিল সে। তাদের অটোরিকশাটি মুরাদপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা বালু বোঝাই একটি ট্রলি ধাক্কা দেয়। এতে হুমায়ূন কবীর গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় হুমায়ূন কবীরকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহজাহান আলী জানান, ওই শিক্ষার্থী বুকের ডান দিকে ও পেটে গুরুতর জখম ছিল। 

নবাবগঞ্জ থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, নিহত হুমায়ুন টিকা নিতে অন্যান্য শিক্ষার্থীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিল বলে জেনেছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত